এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অনুব্রত-গড়ে ক্রমশ বাড়ছে বিজেপি! রাতভর তাণ্ডবে আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা, অবাধে লুটপাট

অনুব্রত-গড়ে ক্রমশ বাড়ছে বিজেপি! রাতভর তাণ্ডবে আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা, অবাধে লুটপাট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বীরভূম জেলার মাড়গ্রামের হাসনের মালপাড়ায় বিজেপির থেকে তৃণমূল কিছুটা পিছিয়ে পড়েছিল। এরপর আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের নিরিখে মালপাড়া গ্রামে নিজেদের গলদ দূর করে দলীয় সংগঠনকে মজবুত করার কাজে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। গত বুধবার সন্ধ্যায় মালপাড়ায় দলের সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন স্থানীয় তৃণমূলী পঞ্চায়েত সদস্য উৎপল মণ্ডল। যিনি পেশায় একজন টোটোচালক।

সূত্ৰের খবর, গত বুধবার রাতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য উৎপল মন্ডল নিজের টোটোটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে স্থানীয় এক বাসিন্দারা বাড়ির উঠানে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করছিলেন। এ সময় অকস্মাৎ বেশকিছু বিজেপির কর্মী ওইস্থলে এসে উপস্থিত হয়। অভিযোগ উঠেছে বিজেপি কর্মীরা হঠাৎ করেই তাঁর টোটোর কাঁচ ভেঙে দেয়। এরপর তৃণমূল ও বিজেপি পক্ষের মধ্যে শুরু হয় প্রবল তর্কাতর্কি। শেষপর্যন্ত স্থানীয় মানুষের চেষ্টায় দুপক্ষ শান্ত হয়ও স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়।

কিন্তু সেদিনই রাত এগারোটায় স্থানীয় বিজেপি সদস্যরা উপস্থিত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য উৎপল মন্ডল এর বাড়িতে। শুরু হয় প্রবল হামলে। এ সম্পর্কে উৎপল মণ্ডলের স্ত্রী কল্যাণী মন্ডল জানিয়েছেন, ” মদ্যপ অবস্থায় এসে জনাসাতেক বিজেপির লোকজন হঠাৎই হামলা চালায়। আমাকে মারধর করে গলার হার ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে স্বামী ও দেওরকে মারে। তারা লোহার রড দিয়ে মেরে দেওরের হাত ভেঙে দেয়। সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। গোয়ালঘরে ঢুকে একটি গোরুকেও লোহার পাইপ দিয়ে মেরেছে।”

উৎপল বাবুর বাড়িতে এই নজিরবিহীন হামলার পর বিজেপির সদস্যরা স্থানীয় ৪ জন তৃণমূল কর্মীর বাড়িতে সেই রাতেই উপস্থিত হন, সেখানেও চলে তান্ডব। অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীরা তৃণমূল সদস্যদের বাড়ির মহিলাদের চুলের মুঠি ধরে হেনস্থা পর্যন্ত করেছে। জনৈক তৃণমূল কর্মী আশিস মালের মোটর ভ্যান তারা ভেঙে দিয়েছে। পানীয় জল প্রকল্পের ১০ টি কল ও পাইপ ভেঙে তারা চুরমার করে দিয়েছে। বুধবার রাতে মালপাড়া বিজেপি সদস্যদের এই চূড়ান্ত হামলায় সমগ্র গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিরাট পুলিশ বাহিনী। পুলিশের চেষ্টায় এলাকার পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। এসময় পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি বিকাশ মাল ও জনৈক বিজেপি কর্মী রমেশ মাল। অভিযুক্ত বাদবাকি বিজেপি কর্মীরা ঘটনাস্থল থেকে পলায়ন করেন। এই ঘটনায় আরো দুজন অভিযুক্তকে পুলিশ এখনো সন্ধান করছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপদ্রুত এলাকা পরিদর্শন করেন বীরভূম জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতি সুকুমার মাল, সংশ্লিষ্ট ব্লক যুব তৃণমূল সভাপতি প্রেমানন্দ মন্ডল প্রমুখ নেতৃত্ব। গতকাল থানায় গিয়ে তাঁরা ওসির সঙ্গে দেখা করেন এবং এই হামলায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান। এই প্রসঙ্গে ব্লক সভাপতি সুকুমার মাল জানিয়েছেন যে, ইতিপূর্বেও মালপাড়া এলাকায় বিজেপি কর্মীরা অনুরূপ তাণ্ডব চালিয়েছে। বহু মানুষকে মারধর করেছে, পানীয় জলের কল ভাঙচুর করে এলাকাবাসীর ক্ষতি করেছে। এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকায় নিজেদের কর্তৃত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।

তবে বিজেপির বীরভূম জেলা সহ সভাপতি রুপা মন্ডল স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সেদিনের তান্ডব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলশ্রুতি। তাঁর অভিযোগ, তৃণমূলের সদস্যরা নিজেরাই তান্ডব চালিয়ে দোষারোপ করছে বিজেপিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!