এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মমতা-শুভেন্দুর হাত ধরে কলকাতাকে ‘লন্ডন’ বানাতে আর এক ধাপ এগোল রাজ্য সরকার

মমতা-শুভেন্দুর হাত ধরে কলকাতাকে ‘লন্ডন’ বানাতে আর এক ধাপ এগোল রাজ্য সরকার


কলকাতা শহর কে সৌন্দর্যায়ন, আধুনিক উন্নত পরিসেবা যোগাযোগ ব্যবস্থায় লন্ডন মানের করে তুলবেন এমন টাই ছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে সর্ব প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করছেন। এই পদক্ষেপ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াটার ট্যাক্সি পরিষেবা। আগামী তিনমাসের মধ্যে ইউরোপের ভেনিস-লন্ডনের মতো কলকাতায় গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সি চালু হতে চলেছে।

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরের নির্দেশে ওড়িশার একটি সংস্থার কাছ থেকে আপাতত দুটি ওয়াটার ট্যাক্সি কিনে নিয়ে আসা হয়েছে রাজ্যে। যে গুলির এক একটির দাম ১৪ লক্ষ টাকা। আপাতত দুটি রুটে এই ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হবে। বেলুড় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু হবে প্রথম দফায়। বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই মূলত এই পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। পরবর্তী সময়ে বেলুড় মঠ থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত এই পরিষেবা চালু করা হবে। সম্প্রতি গুয়াহাটিতে একটি বেসরকারি সংস্থা থেকে জলযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!