এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় বিজেপির জয় পূর্ব পরিকল্পিত? সামনে এল চাঞ্চল্যকর বিস্ফোরক ভিডিও

ত্রিপুরায় বিজেপির জয় পূর্ব পরিকল্পিত? সামনে এল চাঞ্চল্যকর বিস্ফোরক ভিডিও


গত শনিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের মধ্যে এবার নির্বাচন হয়েছে ৫৯টি আসনে। যার মধ্যে ৪৩টি আসনে বিপুল ভোটে জয়লাভ ভারতীয় জনতা পার্টির । অবশিষ্ট ১৬টি রাজ্যের সদ্য প্রাক্তন শাসকদল বামফ্রন্টের ঝুলিতে। উল্লেখ্য দলের চুড়ান্ত পরাজয় হলেও নিজের কেন্দ্র থেকে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে ইভিএম কারচুপির মতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে । উল্লেখ্য আগামী বৃহস্পতিবারে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে নব নির্বাচিত বিধায়ক বিপ্লব কুমার দেবের শপথ গ্রহণের অনুষ্ঠান।

তবে নির্বাচনের ফল প্রকাশের পরবর্তীকালে এসেছে বিপ্লববাবুর নির্বাচনী প্রচারের একটি চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ। যেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মারাত্মক বিষয় বর্ণনা করেছেন তিনি। উক্ত ভিডিও ফুটেজে দেখা যায় বিপ্লব বাবু তাঁর ভাষণে বলছেন, আগামী ইলেকশনে মানিক বাবু নিজেও যদি ভোট দেন সেটাও পদ্ম ফুলেই যাবে। যেটা উত্তর প্রদেশে হয়েছে, যেটা মণিপুরে হয়েছে সেটা ত্রিপুরাতেও হবে। আর তাই মানিক বাবু বিজেপির বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। আর এই ভিডিও ফুটেজ সামনে আসতেই শুধুমাত্র ত্রিপুরা নয়, প্রশ্ন উঠে গেল মনিপুর বা উত্তরপ্রদেশের মত রাজ্যগুলির নির্বাচন নিয়েও। এতদিন শুধুমাত্র বিরোধীরা অভিযোগ জানাতেন ইভিএম হ্যাকিং নিয়ে, কিন্তু এবার খোদ বিজেপি রাজ্য সভাপতির মুখ থেকে এমন বিস্ফোরক মন্তব্য বেরোনোয় চূড়ান্ত হয়েছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!