এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংবেদনশীল ডিও-ও-বিএলও মামলার রায়দান আজ,আশায় বুক বাঁধছেন প্রাথমিক শিক্ষকরা

সংবেদনশীল ডিও-ও-বিএলও মামলার রায়দান আজ,আশায় বুক বাঁধছেন প্রাথমিক শিক্ষকরা

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের দিয়ে ডিও/বিএলও ডিউটি করানো নিয়ে যে তীব্র বিতর্ক রাজ্যজুড়ে শুরু হয়েছে এবং শিক্ষকদের প্রাথমিক কর্তব্য শিক্ষাদানের অঙ্গীকারকে রক্ষা করতে রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক যে ‘যুদ্ধ’ কার্যত শুরু করেছেন – তার চূড়ান্ত ফয়সালা আজ হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষকদের দিয়ে যে ডিও বা বিএলও ডিউটি করানো হচ্ছে – তা কি আদৌ আইনসম্মত? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা তো বলছে শিক্ষকরা এই কাজ করতে বাধ্য নন – রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন তা মানছেন না কেন? শিক্ষকদের নির্বাচনের কাজে ব্যবহার করতে গেলে ঘোষিত ছুটি থাকতে হবে – এখানে সে নিয়ম কেন মানা হচ্ছে না? এইসব প্রশ্নেরই আজ ফয়সালা হওয়ার কথা কলকাতা হাইকোর্টে।

আরো পড়ুন :- ডিও-ও-বিএলও মামলার কি হলো আজ আদালতে ,জেনে নিন

আর তাই, রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের চোখ আজ আছে কলকাতা হাইকোর্টের দিকে। প্রসঙ্গত, গত ১৯ সে সেপ্টেম্বর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে অতি সংবেদনশীল ডিও/বিএলও মামলার শুনানি ছিল । দীর্ঘক্ষণ শুনানি চললেও সেদিন এই মামলার রায়দান করার কথা থাকলেও বিচারপতি রায় দেন নি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই মামলার অন্যতম উদ্যোক্তা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অন্যতম শীর্ষ নেতা মইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন , রায়দান হবে ২৫ সে সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার দুপুর ৩:৩০ টায়। আজ আর কোনো শুনানি হবে না, শুধুমাত্র রায়দানই হবে।

এই নিয়ে মাইদুলবাবুর সাথে আজ যোগাযোগ করা হলে তিনি জানান যে ,সামগ্রিকভাবে যা শুনানি হয়েছে সেদিন তাতে আমরা বা আমাদের আইনজীবী ফিরদৌস শামিম খুশি, আশা রাখছি আজ রায় শিক্ষকদের পক্ষেই যাবে, আদালত সবদিক বিবেচনা করে মানবিক রায়ই দেবেন।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!