এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ত্রিপুরায় তৃণমূলের হেনস্থার প্রতিবাদে এ রাজ্যে তৃণমূলের কালো পতাকা কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীকে, বাড়ছে অশান্তি

ত্রিপুরায় তৃণমূলের হেনস্থার প্রতিবাদে এ রাজ্যে তৃণমূলের কালো পতাকা কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীকে, বাড়ছে অশান্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ত্রিপুরা ঘিরে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠেছে। ত্রিপুরার পাশাপাশি এ রাজ্যেও অশান্তির আবহ ঘনিয়ে উঠেছে। ত্রিপুরায় যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলছে, ঠিক তখনই এ রাজ্যে গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে মুখর হচ্ছে। কার্যত এই রকম পরিস্থিতিতে নতুন করে অশান্তি বর্ধমানের গলসিতে। সূত্রের খবর, এবার বিজেপির শহীদ সম্মান যাত্রায় অশান্তির সূত্রপাত এবং এক্ষেত্রে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। জানা যাচ্ছে, বর্ধমানের গলসির চান্নাগ্রামের হলদি বেপাড়ায়। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে কালোপতাকা দেখানো হয়েছে।

কার্যত তৃণমূলের দাবি, ত্রিপুরায় যেভাবে তৃণমূল নেতৃত্বকে হেনস্তা করা হচ্ছে, তারই প্রতিবাদে এ রাজ্যের বিজেপি মন্ত্রীকে কালোপতাকা দেখানো হলো। মঙ্গলবার বর্ধমানে বিজেপির শহীদ সম্মান যাত্রা উপলক্ষে গিয়েছিলেন সুভাষ সরকার। বুধবার বর্ধমান থেকে বীরভূম যাওয়ার কথা ছিল তাঁর সড়কপথে। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি যখন বীরভূমের পথে, সেসময় তাঁকে কালোপতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সেলের বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি রাজেন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ত্রিপুরায় যেভাবে তৃণমূল নেতৃত্বের হেনস্থা হচ্ছে, তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী সুভাষ সরকারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সম্পাদক শ্যামল রায়। তিনি জানিয়েছেন, শাসকদলের অত্যাচারে ভোট-পরবর্তী হিংসায় এখনো পর্যন্ত 40 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সেইসব পরিবারের সঙ্গে দেখা করার এবং সম্মান জানানোর নির্দিষ্ট কর্মসূচি চলবে। মঙ্গলবারেও বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচি ঘিরে অশান্তি হয়েছে। বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচি অনুযায়ী বিরাটির গৌরীপুরে মঙ্গলবার পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার সহ বহু বিজেপি কর্মী সমর্থক। সেখানেও বিজেপি বাধার মুখে পড়েছে বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে অবশ্য পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হন বিজেপি নেতারা। এরপরই পুলিশের সঙ্গে রীতিমত বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থেকে একাধিক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এমনকি শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদারকেো গ্রেপ্তার করা হয়। বুধবার আবার শহীদ সম্মান যাত্রায় অশান্তির সূত্রপাত হল বর্ধমানে। কার্যত ত্রিপুরার অশান্তির জেরে ক্রমাগত রাজনৈতিক উত্তাপ বাড়ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে এ রাজ্যেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!