এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অলিম্পিকে সোনা জেতার আশা শেষ ভারতীয় পুরুষ হকি দলের, তবে পাশে দাঁড়াল দেশ

অলিম্পিকে সোনা জেতার আশা শেষ ভারতীয় পুরুষ হকি দলের, তবে পাশে দাঁড়াল দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টোকিওতে বসেছে অলিম্পিকের আসর। আর সেখানেই অংশ নিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। দীর্ঘদিন পর ভারতীয় হকি দল পৌঁছে গিয়েছিল অলিম্পিকের সেমিফাইনালে। কিন্তু সেখানে গিয়েই স্বপ্নের ফানুস পথ হারিয়েছে। 1980 সালের পর ভারতীয় হকি টিমের কাছে আবার সুযোগ এসেছিল অলিম্পিকের ফাইনালে পৌঁছানোর, কিন্তু সেই স্বপ্ন সেমিফাইনাল পর্যন্ত গিয়ে হোঁচট খেয়েছে। ভারতীয় পুরুষ হকি দল বেলজিয়ামের কাছে সেমিফাইনালে 5-2 গোলে হার স্বীকার করতে হয়েছে ভারতীয় পুরুষ হকি দলকে। কিন্তু এত কাছে থেকে ইতিহাস তৈরি করতে না পারার দুঃখ থাকা সত্ত্বেও ভারতীয় ক্রীড়াপ্রেমীরা কিন্তু ভারতীয় হকি দলের পাশে দাঁড়িয়েছে।

কার্যত তাঁদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। আর এবার সেমিফাইনালে হেরে যাওয়া ভারতীয় পুরুষ হকি দলের পাশে এসে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত মঙ্গলবার সকালে টোকিওতে হকির সেমিফাইনাল আসর বসে। বেলজিয়ামের মুখোমুখি হয় ভারত। প্রধানমন্ত্রী নিজেও এই খেলা দেখেছেন বলে জানা যায়। কিন্তু জোরদার লড়াই করেও বেলজিয়ামের বিরুদ্ধে হেরে যান ভারতীয় পুরুষ হকি দল। কিন্তু তাতে হতাশ না হয়ে বরং আগামী দিনের জন্য পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সূত্রের খবর, ম্যাচ শেষে পরাজিত পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং-এর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তিনি দলকে ব্রোঞ্জ পদকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ভারতীয় হকি দলকে উৎসাহিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, দেশকে গর্বিত করেছে ইতিমধ্যেই ভারতীয় হকি দল। তাঁরা চেষ্টা করলে এখনো আশা আছে পদক নিয়ে আসার। ভারতের বর্তমান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ভারতীয় পুরুষ হকি দলকে সমর্থন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কার্যত পদক জয়ের লক্ষ্যে আরো একটি ম্যাচ খেলবে ভারত আর সেখানেই পদক জয়ের আশা রয়েছে।

অন্যদিকে হকি ইন্ডিয়া এবং ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় টোকিও অলিম্পিকে ফাইনালে উঠতে না পারায় হতাশ না হয়ে বরং দেশের পুরুষ হকি দলের পাশে দাঁড়িয়েছে। সেমিফাইনালের লড়াই যে জোরদার হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত সোনা বা রূপোর পদক এবারের অলিম্পিকে ভারতীয় হকি দলের হাতছাড়া হলেও কিন্তু ব্রোঞ্জের আশা আছে। তাই দেখার, তৃতীয় হওয়ার লড়াইয়ে ভারতীয় পুরুষ হকি দল কতটা ঝাঁপিয়ে পড়েন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!