বিজেপিতে যোগ দিলেন নামী অভিনেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় বিশেষ খবর February 21, 2018 ২০১৪ লোকসভা নির্বাচনে যেসকল রাজ্য বিজেপিকে ‘উজাড়’ করে ভোট দিয়েছিল আগামী ২০১৯ লোকসভা ভোটে সেইসকল রাজ্য থেকে আর তার বেশি আসন বাড়ানো সম্ভব নয়, বরং কমে যেতে পারে আসন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাই ২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে বিজেপির ‘পাখির চোখ’ সেইসব রাজ্য যেখানে ২০১৪ সালে সেইরকম ভাবে ভালো ফলাফল হয় নি। বিশেষ করে লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তামিলনাড়ু। আর তাই এই তিন রাজ্যে নিজেদের ভোটব্যাঙ্ক বাড়াতে ও ভালো ফল করতে মরিয়া বিজেপি। এই লক্ষ্যেই ওড়িশার বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা মোহান্তিকে দলে নিল বিজেপি। কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে কটক কেন্দ্র থেকে ভোটে লড়ে হেরে যান। কিন্তু কিছুদিন আগেই তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন, আর তখন থেকেই ওড়িশা রাজনীতিতে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়তে থাকে। শেষপর্যন্ত সেই জল্পনাকে মান্যতা দিয়ে বিজেপিতেই যোগ দিলেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ওড়িশার বিখ্যাত আর এক অভিনেত্রী মহাশ্বেতা রায়ও বিজেপিতে যোগ দেন। অন্যদিকে, তামিলনাড়ুতে এআইএডিএমকে ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ই পন্নুস্বামী। আপনার মতামত জানান -