এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আপনি এখন বিধায়ক নন, চুপ করে বসুন: মুখ্যমন্ত্রীর রোষানলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী

আপনি এখন বিধায়ক নন, চুপ করে বসুন: মুখ্যমন্ত্রীর রোষানলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী

গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে যেখানে ঘাসফুলের পতাকা পতপত করে উড়েছিল, সেখানে মুখ থুবড়ে পড়তে হয়েছিল মালদহ জেলায়। ১২ টি বিধানসভা আসনের একটিও আসেনি ঘাসফুলের দখলে। এমনকি হেরে যান দুই হেভিওয়েট মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তৃণমূল শিবিরের ভেতরের খবর মুখ্যমন্ত্রীর বারবার মানা করা সত্ত্বেও এই দুই প্রাক্তন মন্ত্রীর গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই নিয়ন্ত্রণে আসেনি এবং মালদহের ‘ভরাডুবির’ প্রধান কারণ সেটাই। আর সেই রাগ যে মুখ্যমন্ত্রীর এখনো ঠান্ডা হয় নি তা আবারো প্রমাণিত হয়ে গেল গতকালের মালদহে হওয়া প্রশাসনিক বৈঠকে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিতে উঠে দাঁড়িয়ে হাতে মাইক নেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। সাথে সাথে তাঁকে ধমকে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা প্রশাসনিক বৈঠক, এটা সকলের বলার জায়গা নয়, যাঁকে জিজ্ঞাসা করছি তিনিই উত্তর দেবেন, তাঁর উত্তরই শুধু শোনা হবে। থতমত হয়ে যাওয়া সাবিত্রী মিত্র কোনোরকমে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠেন, ম্যাডাম আপনি অনেক কিছুই করেছেন, কিন্তু আমার উপরেও চাপ রয়েছে। এই উত্তরে মুখ্যমন্ত্রীর ধমক বেড়ে যায় আরো কয়েকগুন। তিনি বলেন, আপনি এখন বিধায়ক নন, আপনার উপর কোনও চাপই নেই, চুপ করে বসুন, আমি আপনার কোনও কথাই শুনব না। প্রাক্তন মন্ত্রীকে এইভাবে প্রকাশ্যে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী দলকে কড়া বার্তা দিলেও, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এরফলে রাজনৈতিক জল্পনা আরো গতি পাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!