এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শিলিগুড়িতে সিএএ বিরোধী সভায় জনসমাগমে উচ্ছসিত তৃণমূল! ফের নয়া পরিকল্পনা! জেনে নিন

শিলিগুড়িতে সিএএ বিরোধী সভায় জনসমাগমে উচ্ছসিত তৃণমূল! ফের নয়া পরিকল্পনা! জেনে নিন

 

সম্প্রতি শিলিগুড়িতে তৃণমূলের নাগরিকত্ব সংশোধনী বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সেই সভায় প্রচুর জনসমাগম করে পদযাত্রার মধ্যে দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বস্তুত, কিছুদিন আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে বিজেপি উত্তরবঙ্গের শিলিগুড়িতে মিছিল করে তৃণমূলকে মাত দিয়েছিল। যার পরবর্তীতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে সেই মিছিলের পাল্টা মিছিল করে।

আর এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিলে জনসমাগম দেখে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। তবে শুধুমাত্র একটি মিছিল করেই থেমে যেতে চায় না তৃণমূল কংগ্রেস। আর তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রেলির ভিডিও ফুটেজ এবং মুখ্যমন্ত্রীর ভয়েস রেকর্ডিং নিয়ে এবার বুথে বুথে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রচার চালাতে চাইছে ঘাসফুল শিবির।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শিলিগুড়িতে জেলা তৃণমূলের কার্যালয় একটি বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন এক নম্বর কমিটির সভাপতি সঞ্জয় পাঠক, শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলর সত্যজিৎ অধিকারী, প্রদীপ গোয়েল সহ অন্যান্যরা। আর সেই বৈঠক থেকেই জেলা নেতৃত্ব সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রেলির ভিডিও ফুটেজ এবং ভয়েস রেকর্ড বুথে বুথে প্রচার করার নির্দেশ দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দলের এই পরিকল্পনা নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “এনআরসি এবং সিএএ বিরোধী বক্তব্য প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। তাই সভার ভিডিও ফুটেজ এবং ভয়েস রেকর্ডিং সংগ্রহ করা হচ্ছে। সেগুলি নিয়ে এবার পাহাড় থেকে সমতল সর্বত্র মিটিং মিছিল সভা করা হবে। এদিন দলে এই ব্যাপারে একপ্রস্থ আলোচনা করা হয়েছে। সেগুলো জেলা কমিটির বৈঠক করে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে।”

কিন্তু তাহলে কি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রেলির ভিডিও এবং রেকর্ডিং মানুষের কাছে নিয়ে গিয়ে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে! এদিন এই ব্যাপারে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তৃণমূলের কাজল ঘোষ বলেন, “এই রেলির সঙ্গে নির্বাচনের যোগাযোগ নেই। তবে মানুষের অধিকার রক্ষা করতে এনআরসির বিরুদ্ধে দলনেত্রীর নির্দেশে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে নেমেছি। ওই সংগ্রামের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য বুথে বুথে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

কিন্তু তৃণমূল এইভাবে প্রচার করলে বিরোধীরা কি ব্যাকফুটে পড়ে যাবে না! এদিন এই ব্যাপারে সিপিএম এবং বিজেপি নেতারা বলেন, “ওই রেলি ফ্লপ শো। ওখানে কোনো লোক হয়নি। তাই এটা কোনো কাজে আসবে না।” তবে বিরোধীরা যাই বলুন না কেন, নাগরিকত্ব বিরোধী সভার ভিডিও এবং রেকর্ডিং সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে তৃণমূল যদি লাগাতার প্রচার করতে শুরু করে, তাহলে তাদের দিকে যে জনমত আসতে শুরু করবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন তৃণমূল এই ব্যাপারে কতটা ঠিকঠাক প্রচার করতে পারে! আর বিরোধীরা এই ব্যাপারে তৃণমূলকে কতটা মাত দিতে পারে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!