এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “দোষ করলে চড় মারবেন, ভুল বুঝবেন না” জনতার কাছে কাতর আবেদন মমতার!

“দোষ করলে চড় মারবেন, ভুল বুঝবেন না” জনতার কাছে কাতর আবেদন মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জোর কদমে চলছে প্রচার। আর এই পরিস্থিতিতে কোচবিহার দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের সভায় উপস্থিত হয়ে দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই কেউ কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন বলেও কাতর আর্জি জানান বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যদি কিছু ভুল করে থাকে, তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। প্রয়োজন হলে যে ভুল করবে, তাকে দুটো চড় মারবেন। কিন্তু দয়া করে ভুল বুঝবেন না। আমি আপনাদের এই অধিকার দিয়ে গেলাম।”

বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত ভোটের মুখে নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে রীতিমতো জেরবার তৃণমূল কংগ্রেস। গ্রামে গ্রামের তৃণমূলের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দলের একাধিক নেতা-নেত্রী যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে খবর আসছে, ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে “ভুল করলে ক্ষমা করে দেবেন” বলে ভোট প্রার্থনা করলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য সভা থেকে ভুল স্বীকার করে মানুষের ভোট প্রার্থনা আদৌ ভোট বাক্সে তৃণমূলের পক্ষে যাবে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!