এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যুব বামকর্মীর মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট সিপিএম নেতার

যুব বামকর্মীর মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট সিপিএম নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার বাম ছাত্র ও যুব কর্মীদের নবান্ন অভিযানকে রুখতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসের ব্যবহার করেছিল। পুলিশের ব্যাপক লাঠি চার্জে আহত হয়ে পড়েছিলেন বেশকিছু বাম কর্মী। যাদের মধ্যে অন্যতম ছিলেন মইদুল ইসলাম মিদ্যা। আজ সকালে তাঁর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি।

সিপিএম নেতা শমীক লাহিড়ি জানিয়েছেন যে, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে মইদুল ইসলাম মিদ্যাকে। তিনি অভিযোগ করেছেন যে, রাস্তায় পড়ে থাকার পরও পুলিশ তাঁকে বুট দিয়ে আঘাত করছিল। কোন সভ্য দেশে এরকম ঘটনা দেখা যায় না। তিনি জানিয়েছেন পুলিশের বিরুদ্ধে খুনের মামলা করা হবে। তিনি অভিযোগ করেছেন যে, এই রাজ্যে কোন গণতন্ত্র নেই। এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে আব্দুল মান্নান জানিয়েছেন যে, রাজ্যে চলছে স্বৈরাচারী সরকার। নবান্ন অভিযান কালে আহত অবস্থায় মইদুল ইসলাম মিদ্যাকে প্রথমে ভর্তি করা হয় ফুয়াদ হালিমের ক্লিনিকে। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ক্যামাক স্ট্রিটের এক নার্সিং হোমে আনা হয়। আজ সকালে সেখানে তাঁর মৃত্যু ঘটেছে।

এখন তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে উপস্থিত হয়েছেন একাধিক বাম কর্মী সমর্থক। তাঁর মৃত্যু সম্পর্কে চিকিৎসক ও বাম নেতা ফুয়াদ হালিম জানিয়েছেন যে, তাঁর দেহে লাঠির আঘাতের চিহ্ন ছিল। তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফুসফুসে জল জমে গিয়েছিল। পুলিশের মারধর হেনস্তার কারণেই তাঁর মৃত্যু ঘটেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!