এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভাঙ্গনে জেরবার বিজেপি, সামাল দিতে বাংলায় দূত পাঠালেন শাহ!

ভাঙ্গনে জেরবার বিজেপি, সামাল দিতে বাংলায় দূত পাঠালেন শাহ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অর্জুন সিংহ দলবদল করার পরেই কার্যত বাংলা নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় বিজেপির। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই একের পর এক নেতা দলবদল করছেন। কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ তৃণমূলে যোগদান করার পরেই এবার বাংলা নিয়ে বড় পদক্ষেপ নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে আজই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে রাজ্য পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে বাংলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।

সূত্রের খবর, আজ বাংলায় আসছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মূলত, রাজ্যস্তরের নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। যেভাবে বাংলায় একের পর এক নেতা দলত্যাগ করতে শুরু করেছেন এবং সম্প্রতি অর্জুন সিংহ পদত্যাগ করেছেন, তাতে ভারতীয় জনতা পার্টি বাংলা নিয়ে অত্যন্ত চিন্তিত। তাই আগামী দিনে কিভাবে সংগঠনকে চাঙ্গা করা যায়, সেই বিষয়ে খোঁজখবর নিতেই অমিত শাহ ভূপেন্দ্র যাদবকে বাংলায় পাঠাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!