“দেখা নেই শাসকদলের “অভিযোগ মালদহের অনশনকারী প্রার্থীদের রাজ্য February 22, 2018 প্রাইমারি ২০০৯-১০ চাকুরিপ্রার্থীদের প্যানেল-প্রকাশের দাবিতে ও হাইকোটের নির্দেশ অমান্য করার প্রতিবাদে অনশন শুরু হয়েছিল মালদা কালেক্টেরেট বিল্ডিং এর সামনে। আজ অনশনের ৫ম দিন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অনশনকারীদের অভিযোগ শাসক বাদে সমস্ত রাজনৈতিক দল আজ অনশন মঞ্চে এসেছিলেন এবং জেলা প্রশাসনের কাছে আপিল করলেন প্রাইমারি ২০০৯ বিষয়টির সুষ্ঠু সমাধানের…. অথচ এখন পর্যন্ত শাসক দলের কোন নেতা/মন্ত্রী এলেন না মঞ্চে না দেখা পাওয়া গেছে সরকারি কোন আধিকারিকের। ১. সব জেলায় নিয়োগ হলেও মালদা জেলায় নিয়োগ হবে না কেন ? ২. হাইকোর্ট রায় দেওয়া স্বত্তেও প্যানেল কেন প্রকাশ করছে না ? ৩. দীর্ঘ ৮ বিচার কেন বঞ্চিত থাকবে ?এই সমস্ত বিষয় নিয়েই এই অনশন পক্রিয়া চালাচ্ছেন চাকুরীপ্রার্থীরা। আপনার মতামত জানান -