সরকারি সভামঞ্চ থেকে বিতর্ক বাড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর বিশেষ খবর রাজ্য February 21, 2018 উপলক্ষ ছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সরকারি জনসভা। কিন্তু সেই মঞ্চ থেকেই কেন্দ্র সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমন করে, আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আর্জি জানিয়ে তীব্র বিতর্ক বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পরে যান সভায় উপস্থিত সরকারি আধিকারিকরা। অন্যদিকে, এই খবর সামনে আসতেই তীব্র আলোড়ন রাজ্য-রাজনীতিতে। প্রশ্ন উঠছে সরকারি জনসভা থেকে কিভাবে রাজ্যের প্রশাসনিক ক্ষমতার শীর্ষে থাকা মুখ্যমন্ত্রী কিভাবে অন্য কোন রাজনৈতিক দলকে ভোট না দেবার কথা কিভাবে বলতে পারেন? অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে বকলমে মুখ্যমন্ত্রীই রাজ্যের প্রধান বিরোধী দলের আসনে বিজেপিকে বসিয়ে দিলেন। এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন – ১. সমাজকে ক্যাশলেস করতে গিয়ে দেশের ব্যাংকগুলোকেই ক্যাশলেস করে দিয়েছে বিজেপি সরকার ২. ওরা মানুষের জন্য কোনও কাজ করে না ৩. বিজেপির আমলে ১২ হাজার কৃষক অভাবের জ্বালায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৪. অথচ কৃষকদের ব্যাংক ঋণ মুকুব করতে এদের গায়ে কাঁটা লাগে ৪. আর ভোট এলে এরা শুধু হিন্দু-মুসলমানের সুড়সুড়ানি দিয়ে ভোট চায়, কিন্তু আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না ৫. বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন হতে দেবেন না ৬. বিজেপি মানেই জন বিরোধী, ওদের একটিও ভোট নয়, বিজেপিকে একটিও ভোট নয় ৭. কেউ কেউ যখন কোটি কোটি টাকা লুঠ করে দেশ ছেড়ে পালায়, তার বেলা? ৮. তখন এরা নিশ্চুপ, কোনও পদক্ষেপ নেয় না ৯. সামনেই পঞ্চায়েত ভোট, মনে রাখবেন – ওরা হিন্দু-মুসলমানের সুড়সুড়ানি দিয়ে ভেদাভেদ লাগানোর চেষ্টা করবে ১০. বাংলার সার্বিক উন্নয়নে তৃণমূলের বিকল্প কেই ছিল না, হতেও পারবে না ১১. গত ৬ বছরে রাজ্যজুড়ে ৮১ লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ১২. আর বিজেপিকে দেখুন, শুধু মুখে বড় বড় কথা, কাজের বেলায় কিচ্ছু না ১৩. দিনের পর দিন পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠাচ্ছে ১৪. চাকরি দেওয়ার নামে শুধু মানুষের কাজ কেড়ে নিচ্ছে ১৫. মনে রাখবেন, আপনার ভাল থাকলে তবেই আমরা ভাল থাকব, আপনাদের ছাড়া আমি নয় আপনার মতামত জানান -