এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নির্বাচনকে কেন্দ্র করে বেশি মারা যাচ্ছে সংখ্যালঘুরা” মমতার বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!

“নির্বাচনকে কেন্দ্র করে বেশি মারা যাচ্ছে সংখ্যালঘুরা” মমতার বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূল কার্যত নিশ্চিন্ত ছিল। আর এই ইস্যুতে তৃণমূলকে মাঝেমধ্যেই কটাক্ষ করতেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের প্রথম দিন থেকে যখন একের পর এক মানুষ মারা যেতে শুরু করেছিলেন, সেই বিষয়টিকে উল্লেখ করে এবার বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিড়ম্বনা বাড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে সব থেকে বেশি খুন হয়েছেন সংখ্যালঘু মানুষরা।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “যে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে 100 এর মধ্যে 91 টি জায়গায় জিতিয়েছিলেন, তারা আজকে বুঝুন! পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে 9 জনের মধ্যে 7 জন সংখ্যালঘু মানুষ মারা গিয়েছেন। এনআরসির ভয় দেখিয়ে এই সংখ্যালঘু মানুষদের ভুল বুঝিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

পর্যবেক্ষকদের মতে, যে সংখ্যালঘু ভোট নিয়ে এতদিন নিশ্চিন্ত ছিল তৃণমূল কংগ্রেস, এবার সেই সংখ্যালঘুদের মৃত্যুর কথা তুলে ধরে তৃণমূলের ভোটব্যাংকে থাবা বসানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের মনে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন তিনি যে, তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ নন। বরঞ্চ তাদের ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!