এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালতে কমিশন ভর্ৎসিত হতেই বিচারপতিকে নিশানা, একি বললেন হেভিওয়েট!

আদালতে কমিশন ভর্ৎসিত হতেই বিচারপতিকে নিশানা, একি বললেন হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারবার আদালতে ধাক্কা খাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে এবার বিরোধীদের কটাক্ষের পাশাপাশি সেই বিচারব্যবস্থা এবং বিচারপতিকেই নিশানা করে বসলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার কটাক্ষ, ২০০৩ এবং ২০০৮ সালে যখন সিপিএমের সন্ত্রাস হয়েছে, তখন কি ঘুমোচ্ছিলেন এই সমস্ত বিচারপতিরা! আর গণতন্ত্রকে রক্ষা করতে যখন বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করছে, তখন তৃণমূল নেতার বিচারপতিদের নিশানা করে এই বক্তব্য সমালোচনার ঝড় তৈরি করেছে বাংলার রাজনৈতিক মহলে ।

প্রসঙ্গত, এদিন বিচারপতিদের নিশানা করে বসেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “2003 এবং 2008 সালে যখন সিপিএমের সন্ত্রাস চলতো, যখন 40 জনের বেশি মানুষ মারা গিয়েছিল, তখন কি এই বিচারপতিদের বিবেক ঘুমোচ্ছিল! যখন উত্তরপ্রদেশ, ত্রিপুরাতে বিভিন্ন ঘটনা ঘটে, তখন কি বিচারপতিরা ঘুমিয়ে থাকেন! তখন কেন তারা সক্রিয় হন না! যদি তৃণমূলের বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রনোদিত কিছু করার চেষ্টা হয়, তাহলে একজন সৈনিক হিসেবে বারবার এর প্রতিবাদ করব।”

বিশেষজ্ঞদের মতে, রাজভবন থেকে বিচার ব্যবস্থা, যে কেউ তৃণমূলের বিরুদ্ধে গেলেই তৃণমূলের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা তখন নিয়ম-কানুন না মেনেই সকলকে আক্রমণ করতে শুরু করেন। এতদিন রাজ্যপাল এবং রাজভবনের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন কুনাল ঘোষ। আর এবার কমিশন বিচার ব্যবস্থায় ভর্ৎনার শিকার হতেই বেলাগাম মন্তব্য করে বসলেন এই তৃণমূল নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!