এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সিন্ডিকেট রাজের বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সিন্ডিকেট রাজের বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

সম্প্রতি দুর্গাপুরে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সিন্ডিকেট নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবার সেই দুর্গাপুরেই নরেন্দ্র মোদির পাল্টা সভা করে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা।

সূত্রের খবর, এদিন দুর্গাপুরের তিলক মাঠে এক বিপুল জনসমাগমের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, মলয় ঘটক, দুর্গাপুরের আইএনটিটিইউসি সভাপতি বিস্বনাথ পাড়িয়াল সহ অন্যান্যরা।

আর এখানেই বক্তব্য রাখতে উঠে সিন্ডিকেট নিয়ে এদিন পাল্টা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অরূপ বিশ্বাস বলেন, “এখন বিজেপি সিআইডি এবং ইনকাম ট্যাক্সকে নিয়ে সিন্ডিকেট করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সিন্ডিকেট করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেও কোনো লাভ হবে না। বাংলার জনতা চাইছে যে এবার প্রধানমন্ত্রী হতেই হবে মমতাকে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্র “বেটি বাঁচাও, বেটি পড়াও” প্রকল্প করলেও সেই প্রকল্পের অনেক আগেই রাজ্যের পক্ষ থেকে “কন্যাশ্রী” প্রকল্প করা হয়েছে বলেও কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টুকলি করেছে বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি প্রধানমন্ত্রীর “মন কি বাত” নিয়েও বিজেপিকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “নরেন্দ্র মোদী মন কি বাত বলতে পারেন। কিন্তু মানুষের মন একমাত্র জয় করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না।”

অন্যদিকে মুখে সবকা সাথ সবকা বিকাশ বললেও কেন দুর্গাপুরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কোনো কথা বললেন না এদিন তা নিয়েও নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুড়ে দেন অরূপ বিশ্বাস। এদিকে অরূপ বিশ্বাসের পাশাপাশি এদিন কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককেও। এদিন তিনি বলেন, “সাড়ে চার বছরে বিজেপির আসল রূপ মানুষ দেখে নিয়েছে। তাই নরেন্দ্র মোদী 2019 সালের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না।”

এদিকে এদিনের সভায় বিজেপির মত পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়খন্ড থেকে আমাদের লোক আনতে হয়নি। স্থানীয় মানুষেরাই মাঠ ভরিয়ে দিয়েছেন বলে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সব মিলিয়ে এবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা সভা করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!