এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উত্তাল রাজ্য রাজনীতির মাঝেই সন্তর্পনে লোকসভার প্রার্থী তালিকা থেকে নির্বাচনী কমিটি গঠনের কাজ আলিমুদ্দিনে

উত্তাল রাজ্য রাজনীতির মাঝেই সন্তর্পনে লোকসভার প্রার্থী তালিকা থেকে নির্বাচনী কমিটি গঠনের কাজ আলিমুদ্দিনে

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে যখন রাজ্য বনাম কেন্দ্রের সঙ্ঘাত চরমে উঠেছে, ঠিক তখনই লোকসভা নির্বাচনে নিজেদের দলীয় কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে এখন থেকেই প্রার্থী তালিকায় জোর দিচ্ছেন বাম নেতারা।

প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকেই কার্যত নুইয়ে পড়েছে বামেদের সংগঠন। আর তাই এবারে যখন কেন্দ্র বনাম রাজ্যের সংঘাতে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতি, ঠিক তখনই তার তার সাতপাচে না থেকে সেই লোকসভা নির্বাচনে কিভাবে দলের সংগঠনকে চাঙ্গা করা যায় তার জন্য ঘুটি সাজাচ্ছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। সূত্রের খবর, ইতিমধ্যেই সিপিএমের কোথায় থাকা 32 টি আসুন এর ক্ষেত্রে জোর প্রস্তুতি নিয়ে রাখছে দল।

পাশাপাশি বাকি 10 টি আসনে শরিক দলগুলোকেও দ্রুত প্রার্থীদের নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শুধু প্রার্থী তালিকার ব্যাপারই নয়, জেলাস্তর এবং লিচুতলায় নির্বাচনের আহ্বায়ক বাছাইয়ের কাজও দ্রুত শেষ করতে চায় সিপিএম। তাহলে কি সিপিএমের নির্দেশনামা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম আলিমুদ্দিন স্ট্রিটে এসে পৌঁছেছে?

দলীয় সূত্রের খবর, গত সোমবার রাজ্য কমিটির বৈঠকের আগেই জেলা সম্পাদকদের নিজেদের কোটার আসনগুলোর জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠাতে বলা হলে ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রের জন্য দুই থেকে তিনটি নাম পাঠাতে বলা হয়েছে। তবে এবারে দলের প্রার্থী যাদের করা হবে তাদের মধ্যে অধিকাংশই তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি ধারার ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

পাশাপাশি মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও যাতে সেই প্রার্থী পদে রাখা যায় তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে 2014 সালের লোকসভা নির্বাচনে যে সমস্ত ব্যক্তিরা প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যেও এবার বেশ কয়েকজনকে প্রার্থী করানোর ব্যাপারে নজর দিচ্ছে দল। এদিন এই প্রসঙ্গে আলিমুদ্দিনের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “এমপি পদে প্রার্থী করার জন্য নাম নিয়ে দলে বিশদ আলোচনার প্রয়োজন হয়।

সেই কারণে একটু আগে থেকেই সেই নামের তালিকা জেলা থেকে চেয়ে পাঠানো হয়েছে। অধিকাংশ জেলা নেতৃত্ব সেই তালিকাও জমা দিয়েছে।” সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে নিজেদের দলীয় স্তরের সমস্ত কাজ সেরে রাখতে এখন থেকেই রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সম্ভাব্য নাম জেলা নেতৃত্বের কাছে চেয়ে পাঠাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!