এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “এটা শান্তি হলে অশান্তি কোনটা!” মমতার শান্তিপূর্ণ মনোনয়নের দাবি নিয়ে কটাক্ষ দিলীপের!

“এটা শান্তি হলে অশান্তি কোনটা!” মমতার শান্তিপূর্ণ মনোনয়নের দাবি নিয়ে কটাক্ষ দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দিকে বিরোধীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এমনকি মারা গিয়েছেন বেশ কিছু মানুষ। আর এই পরিস্থিতিতে আদালত থেকে শুরু করে রাজভবন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দাবি করেছেন, এত শান্তিপূর্ণ মনোনয়ন কোথাও হয়নি। তবে এবার সেই বিষয় নিয়েই পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার কটাক্ষ, এটাই যদি শান্তিপূর্ণ মনোনয়ন হয়, তাহলে ওনার কথা অনুযায়ী অশান্তি হলে তো রাজ্যের সর্বনাশ হয়ে যাবে।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “শান্তিপূর্ণ যদি মনোনয়ন হয়, তাহলে এত বোমা বন্দুক আসছে কোথা থেকে! নয় জন মানুষ মারা গেল কেন! ওনার কথা অনুযায়ী যদি এটাই শান্তিপূর্ণ মনোনয়ন হয়, তাহলে অশান্তি হলে তো বুঝতেই পারছেন, কোথায় যাবে রাজ্যের পরিস্থিতি!”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত মুখ্যমন্ত্রীকে আরও ব্যাকফুটে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সত্যিই তো তাই! শান্তিপূর্ণ মনোনয়নে কেন তাহলে রক্ত ঝড়বে! কেন বোমা, বন্দুকের শব্দ আসবে বাংলায়! কিন্তু মনোনয়ন ঘিরে যে অশান্তির চিত্র সামনে এসেছে, এবং যেভাবে তাতে ক্ষুব্ধ আদালত থেকে শুরু করে রাজভবন, তারপরও মুখ্যমন্ত্রীর দাবি নানা প্রশ্ন তুলে দিচ্ছে। আর সেই বিষয় নিয়েই পাল্টা মুখ্যমন্ত্রীকে চাপের মুখে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!