এবার নাম না করে মুকুলকে “গদ্দার” বললেন মমতা রাজ্য January 31, 2018 সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই দলকে আরও ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল করতে আজ বৈঠক বসিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বৈঠক থেকেই নাম না করে বিঁধলেন মুকুল রায়কে। এর আগে তাকে তৃণমূলের অনেক নেতা নেত্রী গাদ্দার বলেছেন এবার সেই কথাই শোনা গেলো নেত্রীর গলায়। তিনি এদিন নাম না করে মুকুল রায়কে গাদ্দার বললেন। তিনি বলেন ‘‘আমাদের দলে একটা গদ্দার ছিল৷ বিজেপিতে গিয়ে ত্রিপুরায় আমাদের কিছু লোককে ভাঙানোর চেষ্টা করেছে৷ এদের থেকে আরও বেশি করে সর্তক থাকুন৷’’ তিনি আরো বলেন ত্রিপুরাতে প্রায় সব ঠিক ছিল একজন গাদ্দার সব বিজেপিতে পাঠিয়ে দিয়েছে। এখন আবার প্রতিষ্ঠিত সামলাচ্ছে সব্যসাচী। আপনার মতামত জানান -