এখন পড়ছেন
হোম > রাজ্য > দৌলতাবাদের দুর্ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে বিরোধীরা

দৌলতাবাদের দুর্ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে বিরোধীরা


গত সোমবারই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ। ওই‌ জেলার দৌলতাবাদে ব্রিজ থেকে পড়ে যায় বাস, নিহত হয় বহু মানুষ। উদ্ধার কাজে সরকারের ব্যার্থতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন,” মৃতের সংখ্যাও বাড়ছে। মৃতের দরও বাড়ছে। মুখ্যামন্ত্রী এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।” তাঁর আরও সংযোজন,”এখানকার মানুষের ক্ষোভ হয়েছে। সেটা তাঁদের উপর চাপানোর চেষ্টা করছেন। উদ্ধারকাজ চালানোর নামে আপনি রাজনীতি করছেন।”
এদিন অধীর বাবু মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন যে সকালেই তাঁর হেলিকপ্টারে করে কেন ডুবুরি পাঠালেন না? তিনি‌ জানান যে মুখ্যমন্ত্রী আসার‌ আগে সেখানে পাঁচবার ডুবুরি চলে আসতে পরত। পাশাপাশি তাঁর অভিযোগ, ” কেন্দ্রীয় সরকারের আইন ‌অনুযায়ী প্রত্যেক জেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকার কথা । কিন্তু মুর্শিদাবাদে কেন উদ্ধারকারী দল ‌ছিল‌না? কেন কৃষ্ণনগর থেকে ক্রেন আনতে হচ্ছে ? মুখ্যমন্ত্রী তার জবাব দিন। এখানকার সাধরন মানুষ সবার আগে উদ্ধারকাজে নেমেছে। বাকিটা সবটাই নাটক। এটা‌ম্যান মেড‌কিলিং।” মুর্শিদাবাদ সহ সারা বাংলায় এক অসাধু চক্র পরিত্যক্ত বাস কিনে সেগুলি চালাচ্ছে বলে অধীর বাবুর দাবি । তিনি এই সব বাসের ফরেন্সিক তদন্ত দাবি করেছেন। পাশাপাশি তিনি বলেন,” রাজ্যের যা অবস্থা। এই ব্রিজটাও না কোনও দিন ভেঙে ‌পড়ে। এ রাজ্যের সবই উপর উপর সাজানো হচ্ছে। ভেতর ফাঁপা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!