তৃণমূল ছাত্র নেতা দাদাগিরি দেখিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতেই তৃণমূল কর্মীদের তান্ডব শুরু! তৃণমূল মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য October 28, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার বিজয়া দশমীর রাতে মালদহ জেলার চাঁচলের শান্তিপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণের এক বিশেষ নজরদারি ব্যবস্থা করেছিল পুলিশ। এই সময়ে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। ওই পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। জোর করে তিনি ওই রাস্তায় যাবার চেষ্টা করলে পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন। এইসময় তিনি পুলিশদের উদেশ্যে গালিগালাজ করতে শুরু করেন। শেষ পর্যন্ত তাঁকে বাধা দিতে গিয়ে নিগৃহীত হতে হয় জনৈক ট্রাফিক অফিসারকে। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে আসে চাঁচল থানায়। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাকে পুলিশ হেফাজত থেকে ছাড়াতে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ দেখালেন চাঁচল থানার সামনে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠতে থাকে যে, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, সেই সঙ্গে কমব্যাট ফোর্স নামানো হয়। পুলিশ যেমন ছাত্র পরিষদের সভাপতির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছে, তেমনি পুলিশের বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ তুলেছে তৃণমূল ছাত্র ও যুব নেতৃত্ব। প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই গতকাল মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর জুড়ে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়। তৃণমূল ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মীরা চাঁচল থানার সামনে এসে বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে অন্যায় ভাবে সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ জানান। দীর্ঘ সময় ধরে তাদের বিক্ষোভ চলে। এরপর বিমান ঝাকে চাঁচল মহকুমা আদালতে নিয়ে যাবার সময় আরো চরমে ওঠে গন্ডগোল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পুলিশের গাড়ি থেকে যুবনেতাকে ছাড়ানোর চেষ্টা করা হয় সেসময়। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পুলিশের লাঠির আঘাতে চারজন তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে তৃণমূল ছাত্র ও যুব নেতৃত্ব। গতকাল দুপুর দুটো পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা। এরপর চাঁচল মহকুমার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দীর্ঘ সময় ধরে আলোচনার পর বিক্ষোভ উঠে আসে। গতকালের ঘটনা সম্পর্কে হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের যুব নেতা স্বপন চৌধুরী জানালেন যে, অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাকে। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝার দাবি, ” আমি কোনও দোষ করিনি। মোটরবাইক নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমার বাইক আটকায়। আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপরই বাকবিতণ্ডার মধ্যেই আমাকে গ্রেফতার করা হয়। বিক্ষোভ দেখানোয় আমাদের দলের সমর্থকদেরও লাঠিপেটা করে।” যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ট্রাফিক অফিসারকে নিগ্রহ করার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন যে, নিয়ম সবার জন্যই এক। যে ঘটনা ঘটেছে তার তদন্ত করা হচ্ছে। সম্প্রতি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপনার মতামত জানান -