এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পাহাড় থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন বিমল গুরুং?

পাহাড় থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন বিমল গুরুং?

পাহাড় কি ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে বিমল গুরুংকে? দার্জিলিঙের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ছবি ধরা পড়ল তাতে সেকথা মনে বাধ্য। রাস্তায় সারি দিয়ে গার্ডরেল সাজিয়ে হাঁটা, ছোটো গাড়ি চলাচলের পথ বের করছিল পুলিশ। বেলা বারোটা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু চকবাজার মঞ্চে বক্তব্য শুরু হতেই রাস্তা জুড়ে থিকথিক ভিড়। বিনয়পন্থীদের আটকাতে রবিবার পাহাড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছিল বিমল গুরুং, কিন্তু সভা শুরু হতেই কালাদিবস পালন না করেই রাস্তা জুড়ে দেখা যায় কালো মাথার ভিড়।
এত কর্মী সমর্থক দেখে আনীত থাপা বলেন, কালাদিবস ফ্লপ! পাহাড়বাসী কাদের সঙ্গে আছে, তা বোঝাই যাচ্ছে। শুধু গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে আন্দোলন ভুল পথে নিয়ে যাওয়া আর হবে না। গুরুঙ্গের ডাকা কালাদিবস, সভায় না আসার ফতোয়া নিয়ে বিনয় আনীত শিবির খানিকটা উদ্বেগেই ছিল। সভার জায়গাও তাই ছোট করা হয়। যদিও ভিড়ের চাপে সব ব্যারিকেড উধাও হয়ে যায়। সভা চলাকালীন রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সভামঞ্চ হয়েছিল মোটর স্ট্যান্ডের কাছে তা ছাড়িয়ে চকবাজার পর্যন্ত চলে যায়। আর তাই সভায় এহেন সাফল্য পেয়ে উৎসাহিত বিনয় শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!