এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আরও চাপে শাহজাহান বাহিনী, হেভিওয়েটকে গ্রেফতার করে অস্বস্তি বাড়ালো সিবিআই!

আরও চাপে শাহজাহান বাহিনী, হেভিওয়েটকে গ্রেফতার করে অস্বস্তি বাড়ালো সিবিআই!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দাপাদাপি করার দিন শেষ। এতদিন গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালির মানুষকে মুখ বন্ধ করানোর কাজ শাহাজাহান এবং তার বাহিনী মিলে করে এসেছে। মানুষের ওপর, মা-বোনেদের ওপর যে অত্যাচার তারা করেছে, তার পরিপ্রেক্ষিতে এবার তাদের শাস্তি পেতে হচ্ছে। পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত ভেবেছিলেন, এই তদন্তকে আড়ালে রাখার চেষ্টা করবেন। শাহজাহানকে পুলিশের হাতে রেখে গোটা বিষয়টিকে ঘুরিয়ে দেবেন। কিন্তু না, সেটা হলো না। আদালতের নির্দেশে এখন শাহজাহান সিবিআই হেফাজতে রয়েছেন। শুধু তিনি নন, তার অনেক সাকরেদকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর এসবের মধ্যেই আরও এক হেভিওয়েটকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি বুঝিয়ে দিল, সন্দেশখালির ঘটনায় অনেক কিছু চমক বাকি রয়েছে। কিন্তু আবার কাকে গ্রেফতার করল সিবিআই?

সূত্রের খবর, সন্দেশখালি ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও এবার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যখন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যখন তিনি গা ঢাকা দিয়েছিলেন, বিরোধীদের অভিযোগ অনুযায়ী, পুলিশ তাকে আড়ালে রেখেছিল। আর সেই সময় দেখা গিয়েছিল, শেখ শাহজাহানের ভাই অনেক বড় বড় কথা বলছিলেন। তার দাদা কোথায় আছে, তিনি নাকি কিছুই জানেন না, এরকম অনেক অজানার ভান করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই গোটা ঘটনার সঙ্গে তার যোগ পেয়ে তাকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সেই শেখ আলমগিরকে বসিরহাট মহকুমা আদালতে তুলতে চলেছে। অনেকে বলছেন, শাহজাহান বাহিনী যে অত্যাচার করেছে, তাতে এর পেছনে আরও বড় কোনো মাথা রয়েছে। এখন তো সবে চুনোপুটিরা গ্রেপ্তার হতে শুরু করেছেন। ধীরে ধীরে এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেই মূল মাথাকে ধরা সম্ভব হবে কেন্দ্রীয় এজেন্সির বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, সন্দেশখালি কাঁটা নিয়ে এবারের লোকসভা নির্বাচনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতারাও খুব ভালোমতো জানে যে, এবারের নির্বাচনে এই ইস্যু তাদের ক্ষেত্রে কতটা চাপের কারণ হয়ে দাঁড়াবে! এত দুর্নীতি থাকা সত্ত্বেও তারা হয়ত কিছুটা হলেও মোকাবিলা করতে পারত। কিন্তু সন্দেশখালির মা-বোনেদের হাহাকার প্রমাণ করে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলতে কেউ আর ভয় পায় না। তাই নির্বাচনের ঘোষণা হওয়ার পরেও যেভাবে সন্দেশখালির ঘটনায় একের পর এক ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে, তাতে ভয় ক্রমশ তীব্র হচ্ছে শাসক দলের মধ্যে। শাহজাহান তার বাহিনী এবং সর্বশেষ সেই শেখ শাহজাহানের ভাই পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেল। আগামী দিনে এই তালিকা কত দীর্ঘ হবে, কেউ জানে না। তাই নির্বাচনের মুখে সন্দেশখালি রীতিমতো জেরবার করে দিচ্ছে এই রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!