এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খেলা শুরু বিজেপির! প্রার্থী তালিকা দেখেই চমকে উঠবে তৃণমূল? দিল্লির পথে সুকান্ত- শুভেন্দু!

খেলা শুরু বিজেপির! প্রার্থী তালিকা দেখেই চমকে উঠবে তৃণমূল? দিল্লির পথে সুকান্ত- শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক আগেই ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে 20 টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও, সেখানে বাংলার নাম ছিল না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভোট ঘোষণার আগেই 42 টি আসনেই পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে তাদের প্রচার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিজেপি বাংলার জন্য বাকি 23 টি আসনে প্রার্থী তালিকা কবে ঘোষণা করবে, তা নিয়ে নানা মহলে আলোচনার শেষ নেই। তৃণমূলের পক্ষ থেকেও এই ব্যাপারে বিজেপিকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করা হচ্ছে। কিন্তু বিজেপির ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের দল একটি সর্বভারতীয় দল। এক্ষেত্রে সমস্ত রাজ্যে প্রার্থী ঠিক হয় আলোচনার ভিত্তিতে। তারা তো আর তৃণমূলের মত আঞ্চলিক দল নয় যে, পিসি ভাইপো মিলে যা সিদ্ধান্ত নেবে, সেটাই সঠিক।

তাই সমস্ত রাজ্য স্তরের নেতৃত্বকে ডেকে ডেকে বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করছে ভারতীয় জনতা পার্টি। আর অবশেষে বাংলার জন্যও যে এবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি এবং বড়সড় চমক দিতে চলেছে তারা, সেই নিয়ে সন্দেহ নেই কারও মধ্যেই। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য দিল্লির পথে পা বাড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর দুই হেভিওয়েট দিল্লি যাচ্ছেন শুনে রীতিমত আশায় বুক বাঁধতে শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা।

সূত্রের খবর, বাংলার 23 টি আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিভিন্ন নাম সামনে এসেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত এই প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রকাশ করে নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলা তাদের পাখির চোখ। বাংলায় বিজেপি যাতে ভালো ফলাফল করে, তার দিকে নজর রয়েছে কেন্দ্রীয় বিজেপির। তাই এক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত নাম ফাইনাল করতে চাইছে তারা। আর সেই কারণেই তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। মূলত, তাদের সঙ্গে আলোচনা করেই বিভিন্ন নাম এই বাংলার 23 টি আসনের জন্য প্রকাশ করে দিতে পারে ভারতীয় জনতা পার্টি বলে খবর।

অনেকে বলছেন, এই তালিকাতে বেশ কিছু চমক থাকতে পারে। প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে অনেক দমদার নেতাকে এবার এই প্রার্থী তালিকায় জায়গা দিতে পারে ভারতীয় জনতা পার্টি। যেখানে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা ব্যক্তিত্বের নাম সামনে আসতে পারে। আর এই প্রার্থী তালিকা দেখেই এই রাজ্যের শাসক দলের অনেক নেতারাও চুপসে যেতে পারেন। কারণ 20 টি আসনে বিজেপি এর আগে যাদেরকে প্রার্থী করেছিল, সেখানে বেশিরভাগ আসনেই তৃণমূলের পক্ষে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত চাপের। পরিস্থিতি জানান দিচ্ছে যে, যে 20 টি আসনে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে বেশিরভাগ আসনেই পরাজিত হবে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে বাকি 23 টি আসনে এমন কিছু প্রার্থী বিজেপি দিতে চাইছে, যেখানে চমক দেওয়ার পাশাপাশি তৃণমূলকে রাজনৈতিক চাপে ফেলা যাবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, রাজ্য বিজেপির প্রধান দুই মুখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছেন। তাই তাদের সঙ্গে আলোচনা করেই কোন জায়গায় কোন প্রার্থীকে দিলে ভালো হয়, তা ঠিক করে নিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। সেই কারণেই তড়িঘড়ি তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আর নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, তাই যত প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি হবে, ততই প্রচারে দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলা যখন বিজেপির পাখির চোখ, তখন আর এই ব্যাপারে বিলম্ব করতে চাইছে না পদ্ম শিবির। সেই জন্য বঙ্গ বিজেপির দুই প্রধান মুখকে ডেকে বাংলার বাকি প্রার্থী তালিকা ফাইনাল করার পথেই হাঁটছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই প্রার্থী তালিকা প্রকাশ হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে বিজেপির তরফে এই প্রার্থী তালিকা ঠিক করার পর কবে ঘোষণা করা হয় এবং সেখানে কি কি চমক থাকে, তার দিকে অবশ্যই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!