এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > খোলা জায়গায় জীবাণুনাশক ছড়িয়ে করোনা রোখা যায় না, উল্টে স্বাস্থ্যের ক্ষতি করে! জানাল WHO

খোলা জায়গায় জীবাণুনাশক ছড়িয়ে করোনা রোখা যায় না, উল্টে স্বাস্থ্যের ক্ষতি করে! জানাল WHO


গোটা বিশ্বকে এখন করোনা গ্রাস করেছে। ভাইরাসটি ২০১৯ – এর শেষের দিকে চীনে ছড়িয়েছিল বলে জানা যায়। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে জীবাণুনাশক ব্যবহার করে কোনোভাবেই ভাইরাস নিঃশেষ করা যাবে না জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনটাই জানা গেছে সূত্র মারফত। জানা গেছে, এমনকি মাত্রাতিরিক্ত জীবাণুনাশক স্প্রে করলে সরাসরি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে জন জীবন।

শনিবার এমনটাই সতর্কতা জারি করেছে WHO। প্রসঙ্গত বিশ্বের সমস্ত দেশই মরিয়া হয়ে চেষ্টা করছে করোনার প্রতিষেধক আবিষ্কারের। জানা গেছে ২০২০ সালের শেষের দিকে ভ্যাকসিন হাতে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত সূত্রের খবর মারফত জানা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা অনুযায়ী এআইভি ও অন্যান্য ভাইরাসের মত করোনাও পাকাপাকিভাবে থেকে যেতে পারে গোটা পৃথিবীতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে করোনা প্রতিরোধে এই মুহূর্তে যে সমস্ত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর বলেই জানান দিয়েছে হু। জানা গেছে এদিন হু জানিয়েছে রাস্তাঘাটে বা বাজারে যে জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে তাতে ভাইরাস নিস্তেজ হয় না। বাজার জাত ময়লা থাকার কারণে ভাইরাস সক্রিয় থেকেই যায়। অন্যদিকে সরাসরি মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হলে ঘটে যেতে পারে সমূহ বিপদ এদিন এমনটাই জানানো হয়েছে হু – এর তরফে।

সূত্রের খবর অনুযায়ী হু- এর মতে জীবাণুনাশক স্প্রে সরাসরি মানুষের শরীরে দেওয়া হলে সেক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও লেরিন জাতীয় রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের চোখ জ্বালা ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। বঙ্কস্প্রাজম এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল – এর মত রোগের শিকার হতে পারে জনজাতি এদিন এমনই আশঙ্কার কথা জানিয়েছে হু। মানব দেহের উপর জোর করে জীবানুনাশক স্প্রে করার বিষয়টিকে সমর্থন করে না হু। সূত্র মারফত জানা গেছে এদিন সরাসরি এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!