এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লী ভ্রমণ কি তৃণমূল সরকারের জন্য বিপর্যয় ডেকে আনবে? উত্তাল রাজ্য রাজনীতি

রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লী ভ্রমণ কি তৃণমূল সরকারের জন্য বিপর্যয় ডেকে আনবে? উত্তাল রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লি ভ্রমণ নিয়ে। প্রসঙ্গত জানা গেছে, তিনদিনব্যাপী দিল্লী সফরে রাজ্যপাল জগদীপ ধনকর একের পর এক প্রশাসনিক মহলে দেখা করেছেন এবং আলোচনা করেছেন। তবে কি নিয়ে আলোচনা চলছে, তা অবশ্য বিশেষ কিছু জানা যায়নি।

দুই কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকর। খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই কথা হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের তৃণমূল প্রশাসনের কি বিপদ বাড়ছে? চর্চা সর্বত্র।

প্রসঙ্গত জানা গিয়েছে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি রিপোর্ট পেশ করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব গেরুয়া শিবির। একইসাথে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়েও বহুদিন ধরেই ক্রমাগত রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় বলে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

অবশেষে তিনি এবার সরাসরি কেন্দ্রীয় প্রশাসনের কাছে বাংলার ব্যাপারে হস্তক্ষেপ চাইলেন বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারির কথাই উঠে আসছে। অন্যদিকে সূত্রের খবর, রাজ্যপাল রাজনৈতিক হিংসা ও আইন প্রশাসনের অবনতি নিয়ে রিপোর্ট জমা দিলে পাল্টা তাঁকে বেশ কিছু প্রশ্ন করেন অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে অন্যতম হলো, রাজ্যে যতটা বলা হচ্ছে রাজনৈতিক হিংসার কথা তা কি আদৌ ঘটছে? খুব স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রশ্ন অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকর নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি সোজা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন।

আর এই নিয়ে সরব এরাজ্যের তৃণমূল শিবির। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর জন্য কেন্দ্রীয় পদক্ষেপ চাওয়া হয়েছে। তবে গতকাল সবথেকে উল্লেখযোগ্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল হঠাৎ করেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বাড়িতে পৌঁছে যান।

যদিও অধীর চৌধুরীর দাবি, রাজ্যপাল শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই তাঁর বাড়িতে এসেছিলেন। রাজ্যপাল নিজেই ফোন করে আসার কথা বলেন বলে জানা যায়। তবে রাজ্যপালের দিল্লি ভ্রমণ নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু ব্যাপক শোরগোল। আপাতত রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লি যাত্রা বাংলার ওপর কোনো বিশেষ প্রভাব ফেলে কিনা, তা নিয়ে চলছে চাপানউতোর। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সাক্ষাৎ রাজনৈতিক জগতে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!