এখন পড়ছেন
হোম > জাতীয় > “মোদীর সরকারের পাশেই আছি” জানালেন এআইএমআইএম প্রধান

“মোদীর সরকারের পাশেই আছি” জানালেন এআইএমআইএম প্রধান

সাম্প্রতিক কালে একাধিক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছেন দেশের মানুষ। তার মধ্যে বর্তমানে সব থেকে উল্লেখ্যযোগ্য ঘটনা হলো এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি’র বিবৃতি। এদিন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের দেওয়া রিপোর্টকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন। উল্লেখ্য জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের দেওয়া রিপোর্টে বলা হয়েছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে  এবং তার জন্যে মূলত দায়ী ভারতের সেনা এবং প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হায়দ্রাবাদের এই সাংসদ বললেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই রাষ্ট্রসংঘের। কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্ট ভারতের সার্বভৌম ক্ষমতাকে আঘাত করা হয়েছে।” পাশাপাশি তিনি আরোও বললেন, “কাশ্মীর রাষ্ট্রসংঘের পেশ করা রিপোর্টের তীব্র নিন্দা করছি। আমরা এই ইস্যুতে মোদীর সরকারের পাশেই আছি।” আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রের এনডিএ সরকার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবল বিরোধী হওয়া সত্ত্বেও কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছেন! আগাগোড়া বিস্ময়াদ্রোক এই বিষয়ে সাংবাদিকেরা যখন প্রশ্ন করলেন হঠাৎ করে তাঁর এই অবস্থানের কারণ কী ?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অত্যন্ত বিচক্ষণতার সাথেই তিনি বললেন, “আমাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যখন দেশের স্বার্থের প্রশ্ন আসবে, তখন বিনা শর্তে আমরা সরকারের পাশে দাঁড়াব।” এমনকি এদিন তিনি প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টের ভিত্তিতে পালটা আক্রমণ করে “সবার প্রথমে রাষ্ট্রসংঘের উচিত প্যালেস্তাইনের মাটিতে মানবাধিকার কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করা।” শুধু এইটুকুই নয় রাষ্ট্রসংঘের নিজস্ব দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করে তিনি বললেন, “”সবার প্রথমে রাষ্ট্রসংঘের উচিত প্যালেস্তাইনের মাটিতে মানবাধিকার কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করা।” এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এদিন কোনো দ্বিরুক্তি না করেইএদিন মেনে নিলেন কাশ্মীরের সার্বিক পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই। এই প্রুস্নগে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্যে কেন্দ্রের সরকারকে কার্যত পরামর্শ দিয়েই তিনি বললেন,”চার বছর ধরে ওই রাজ্যের বিজেপি-পিডিপি সরকার চলছে। অবস্থার কোনও উন্নতি হয়নি। এই বিষয়ে একটু নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব।” কাশ্মীরে একটি জনপ্রিয় পত্রিকার সম্পাদক এবং এক সেনা জওয়ানের জঙ্গী আক্রমনে মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ করে তিনি বললেন, “যারা রমজান মাসে মানুষ খুন করতে পারে তারা কি মানুষ?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!