এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে বিজেপির মতভেদ প্রকাশ্যে, পুলিশকে সমর্থন করলেন বিজেপির হেভিওয়েট নেত্রী

রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে বিজেপির মতভেদ প্রকাশ্যে, পুলিশকে সমর্থন করলেন বিজেপির হেভিওয়েট নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে আছে কোকেন কান্ড ঘিরে। ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী এবং তাঁর সঙ্গী। পামেলার অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজনের তালিকায় নাম ওঠে কৈলাশ বিজয়বর্গী ঘনিষ্ট বিজেপি হেভিওয়েট নেতা রাকেশ সিংয়ের। এদিন আলিপুর আদালত থেকে আগামী পয়লা মার্চ পর্যন্ত জেল হেফাজত দেয় রাকেশ সিংকে। কিন্তু রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবির দ্বিখন্ডিত হওয়ার আভাস পাওয়া গেল। আর সেই আভাস উঠে এসেছে রাজ্য বিজেপির সাংসদ রুপা গাঙ্গুলীর মন্তব্যে।

এদিন সকাল থেকেই রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে দিলীপ ঘোষ থেকে শুরু করে শমীক ভট্টাচার্য প্রত্যেকেই দাবি করেছিলেন তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। কিন্তু রূপা গাঙ্গুলী একেবারে উল্টো মেরুতে দাঁড়িয়ে মন্তব্য করলেন, পুলিশ যা করেছে ঠিক করেছে। এদিন বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেন রূপা গাঙ্গুলী। এদিন তিনি কুলতলী থেকে বাসন্তীতে যান। এবং পথের মাঝে একাধিক জায়গায় তিনি বক্তব্য রাখেন। সেই বক্তব্যের মধ্যে উঠে এসেছে রুপা গাঙ্গুলীর বেসুরো মন্তব্য। এদিন রুপা আম জনতার উদ্দেশ্যে বলেন, তৃণমূল কিংবা বিজেপি যাকে ইচ্ছে মানুষ ভোট দিতে পারেন। কিন্তু নিজের ভোট যেন প্রত্যেকে নিজে দেয়।

এ কথা বলার পর রুপা অবশ্য তাড়াতাড়ি মানুষের সুরক্ষার দায়িত্ব বিজেপির ওপর ন্যস্ত করেন। অন্যদিকে বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে রূপা গাঙ্গুলীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাকেশ সিংকে তিনি চেনেন না। পাশাপাশি তিনি এও বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনি বোঝেননা। সেক্ষেত্রে পুলিশ অন্যায় দেখলে গ্রেপ্তার করবে এবং তারপরেই রূপা চাঞ্চল্যকর ভাবে জানান, পুলিশ যা করেছে ঠিক করেছে। খুব স্বাভাবিকভাবেই রূপা গাঙ্গুলীর এই মন্তব্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সকালে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাকেশ সিংয়ের গ্রেপ্তারিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসাপরায়ণতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে অবশ্য তিনি জানিয়েছেন, তদন্তে সত্যি সামনে আসুক। একইভাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেন, পুলিশ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে মনে হচ্ছে রাকেশ সিং কোন আন্তর্জাতিক মানের পাচারকারী। দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্য্য উভয়েই যেখানে প্রতিহিংসার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে রূপার অন্য সুরে কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপির একাংশ রাকেশ সিংয়ের গ্রেফতারির পেছনে তৃণমূলের হাত দেখলেও রূপা গাঙ্গুলী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই গ্রেপ্তারি পুলিশের সঠিক সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে রুপা গাঙ্গুলীর মতামত নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, রাকেশ সিং কোকেন কাণ্ডে ধরা পড়ায় রূপা গাঙ্গুলী নিজেকে আলাদা করে রাখতে চাইছেন। আর তাই তিনি পুলিশকে সমর্থন জানিয়েছেন। তবে রাকেশ সিংকে নিয়ে যেভাবে গেরুয়া শিবিরের নেতা-নেত্রী দু’রকম মন্তব্য রাখলেন, তা যে যথেষ্ট বিতর্কের জন্ম দেবে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!