এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে 258 জন “মোস্ট ওয়ান্টেডের” মাথার দাম ঘোষণা

লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে 258 জন “মোস্ট ওয়ান্টেডের” মাথার দাম ঘোষণা

এবার দেশে সন্ত্রাস কে দমন করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল এনআইএ।সূত্রের খবর গত শনিবার নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে 258 জন মোস্ট ওয়ান্টেডের একটি তালিকা প্রকাশ করে এই তদন্তকারী সংস্থা। যেখানে দেশবাসীর কাছ থেকে সেই অভিযুক্তদের নানা তথ্য চাওয়ার পাশাপাশি নির্দিষ্ট ফোন নম্বর 011-24368800 এবং ইমেইল আইডি assistance @gov.in দেওয়া হয়েছে। এবং যারা এই কাজে এনআইএকে সহযোগিতা করবে তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখারও কথা বলা হয়েছে। কিন্তু এনআইএর তরফে প্রকাশিত এই 258 জনের মধ্যে ঠিক কাদের কাদের নাম রয়েছে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

সূত্রের খবর তালিকায় রয়েছে ছাব্বিশ এগারো মুম্বই হামলার মূল চক্রি হাফিজ সইদ; জাকিউর-রহমান-লাকভি; সৈয়দ সালাউদ্দিন এর মত নামগুলি। পাশাপাশি 15 জন পাকিস্তানিরও নাম রয়েছে এই তালিকায়। আর এই পাকিস্তানিদের মধ্যে হিজবুল জঙ্গি জুনেইদ আক্রম মালিকের মাথার দাম ধার্য করা হয়েছে 10 লক্ষ টাকা। তবে এনআইএর তরফে প্রকাশিত এই তালিকায় সবথেকে বেশি মাথার দাম ধার্য করা হয়েছে 2017 সালে বিহারের বুদ্ধগয়া বিস্ফোরণের জড়িত মাওবাদী শীর্ষ নেতা মুপাল্লা লক্ষণ রাও ওরফে গণপতির। জানা যায় তার মাথার দাম ধার্য হয়েছে 15 লক্ষ টাকা। সব মিলিয়ে দেশের লোকসভা নির্বাচনের আগে সন্ত্রাসকে দমন করতে এবার 258 জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তির মাথার দাম ঘোষণা করল এনআইএ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!