এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাইকোর্ট-এর পঞ্চায়েত রায় – কি বললেন মুকুল রায়

হাইকোর্ট-এর পঞ্চায়েত রায় – কি বললেন মুকুল রায়


পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট বিরোধীরা কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হয়। বিচারপতি সুব্রত তালুকদার দীর্ঘ শুনানির পর আজ তাঁর রায়ে স্পষ্ট জানিয়ে দেন, বিরোধীদের দাবি অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের দিন আরো একদিন বাড়াতে হবে। সেই দিন নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। ফলে পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আদালতের এই রায়ের প্রতিক্রিয়া জানতে প্রিয়বন্ধু বাংলার তরফ থেকে টেলিফোনে যোগাযোগ করা হয় বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে। বর্তমানে দলীয় কাজে তিনি উত্তরবঙ্গে আছেন, সেখান থেকেই টেলিফোনে তিনি প্রিয়বন্ধু বাংলাকে এক্সক্লুসিভলি জানান, এটা মানুষের পক্ষে রায়। গণতন্ত্রের জিৎ, বাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি অগ্রণী ভূমিকা নিয়েছিল। আজকে সেই রায় বাংলার মানুষের পক্ষে গেছে। আমরা নিশ্চিত করে মনে করি যে বীরভূম-বাঁকুড়া সহ যেখানে যেখানে মনোনয়ন দিতে পারি নি, সব জায়গাতেই মনোনয়ন দেব এবং ভোট হবে। বাঁকুড়া-বীরভূম সহ বহু জায়গাতেই তৃণমূল কংগ্রেস জিতবে না। যদিও বর্তমানে বাংলায় গণতন্ত্র নেই, মমতা ব্যানার্জি নিজে হাতে গণতন্ত্রকে নিধন করছেন, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে বাংলায় ‘গণতন্ত্র’ চলছে তা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এখানে জেলাশাসক এবং পুলিশ সুপাররা হচ্ছেন দলের নেতা এবং এঁরা শাসকদলের হয়ে কাজ করছেন। আমি এঁদের সতর্ক করে বলতে চাই আগামী দিনে যেসব নির্বাচন আসছে, সেইসব নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন সব লক্ষ্য রাখছেন। আমি আত্মবিশ্বাসী পঞ্চায়েতে আমরা জিতব, একদম নিশ্চিত পরিবর্তনের পক্ষে পরিবর্তন আসতে চলেছে। বাংলায় এখন একটাই স্লোগান চলছে – চলো পাল্টাই, এবার বাংলা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!