এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “শুভেন্দুর গাড়িতে পিষ্ট এক ব্যক্তি” বেহালা ইস্যুতে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ হেভিওয়েটের!

“শুভেন্দুর গাড়িতে পিষ্ট এক ব্যক্তি” বেহালা ইস্যুতে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বেহালার লরির ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু রীতিমতো পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। লাগাতার এই বিষয় নিয়ে পুলিশকে আক্রমণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে শাসকদলের চাপ যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামলে আনলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর কনভয়ে চন্ডিপুরের এক ব্যক্তি পিষ্ঠ হয়েছেন। কিন্তু তার বাড়িতে গিয়ে খোঁজ পর্যন্ত নেননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই তার মুখ থেকে এই ধরনের মন্তব্য শোভা পায় না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল নেতা কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এই তৃণমূল নেতা বলেন, “কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর কনভয়ে চন্ডিপুরে এক ব্যক্তি পিষ্ঠ হয়েছেন। কিন্তু তার বাড়িতে গিয়ে একটা খোজ পর্যন্ত নেননি শুভেন্দু অধিকারী। তাই তারা একদিকে এই ধরনের ঘটনা নিয়ে সোচ্চার হবেন, আবার অন্যদিকে শকুনের রাজনীতি করবেন, দুটো একসাথে হতে পারে না।”

তবে কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কথা বললেও, বিশেষজ্ঞরা কিন্তু অন্য মত পোষণ করছেন। তাদের দাবি, যে ঘটনাই ঘটুক না কেন, অবিলম্বে তা যাতে না ঘটে, সেই দিকে নজর দেওয়া উচিত পুলিশ প্রশাসনের। শুভেন্দু অধিকারীর কনভয়ের জন্য যদি কিছু হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে গঠনগত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তা না করে যখন বেহালায় এক শিশুর মৃত্যু হলো, তখন এই কাদা ছোড়াছুড়ির রাজনীতি কি সত্যিই কাম্য! যে পরিবারের সন্তান চলে গেল, সেই পরিবারের চোখের জল তো মুছবে না। তাই এই সময় কে কার কনভয়ে কাকে পিষ্ঠ করল এবং তা নিয়ে কারা প্রশ্ন তুললো, তার দিকে মনোযোগী না হয়ে পুলিশ প্রশাসনকে পথদুর্ঘটনা কমানোর দিকে নজর দেওয়া উচিত বলেই মনে করছেন বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!