এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যু, পুলিশি ব্যবস্থা নিয়ে সোচ্চার শুভেন্দু!

বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যু, পুলিশি ব্যবস্থা নিয়ে সোচ্চার শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছে বিরোধীরা। শাসকদলের কথামতো পুলিশ প্রশাসন কাজ করছে বলে অভিযোগ তাদের। আর বাস্তবেও যে তা হচ্ছে, এবার তা হাতেনাতে প্রমাণ স্বরূপ তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি বেহালাতে লরির ধাক্কায় এক স্কুল পরিমান মৃত্যু হয়েছে। আর তারপরেই সেই এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। তবে সেই ঘটনা তুলে ধরে পুলিশকে বিরোধী আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। তাদের আর কোনো কাজ নেই। তাদের কাজ ভোট লুট করা, আর টাকা তোলা।‌ যার পরিনামে একটি ফুটফুটে বাচ্চার এইভাবে মৃত্যু হল। খুবই মর্মান্তিক একটি ঘটনা।”

বিশেষজ্ঞদের মতে, যে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই পুলিশ এখন শাসকদলের কথামতো বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ বিরোধীদের। বেহালায় স্কুল পড়ুয়ার এই মর্মান্তিক মৃত্যুর পর সেই পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্রমাগত প্রশ্ন উঠতে শুরু করেছে। রীতিমতো পুলিশের বিরুদ্ধে বাড়তে শুরু করেছে ক্ষোভ। যার ফলে ময়দানে নেমে পুলিশকে নিয়ে মন্তব্য করে শাসকের বিড়ম্বনা এবং পুলিশ মন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে বেহালার ঘটনার পর লাগাতার চাপ সামাল দিতে কি করে রাজ্য প্রশাসন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!