এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “পঞ্চায়েত ভোটে লুটের পেছনে এই লোকটিও দায়ী” সরকারি আমলার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!

 “পঞ্চায়েত ভোটে লুটের পেছনে এই লোকটিও দায়ী” সরকারি আমলার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে ভোট লুট, হিংসার অভিযোগ করেছিল বিরোধীরা। এককভাবে তৃণমূলের জয়লাভ যে সন্ত্রাসের মধ্যে দিয়েই হয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। বারবার তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল এবারের নির্বাচনকেও প্রহসনে পরিণত করেছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যেখানে তার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে লুট করার চক্রান্তের অভিযোগ তুললেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বর্তমান মুখ্যসচিবের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেন বিরোধী দলনেতা। যেখানে রাজ্যের বর্তমান মুখ্যসচিবকে “অসৎ লোক” বলে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এই বর্তমান মুখ্যসচিব, যিনি নিজের এক্সটেনশন বাড়িয়েছেন, তিনি আইটিসিতে তার পরিবারের তিনজনকে বেআইনিভাবে ঢুকিয়েছেন। ব্যক্তিগতভাবে এই লোকটি প্রচন্ড অসৎ। তিনিও পঞ্চায়েত ভোটে লুট করার চক্রান্তের শরিক। বারবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে সেই লুটের প্ল্যানিং করেছেন।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার রাজ্যের আমলাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন। বর্তমান মুখ্যসচিবের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বুঝিয়ে দিতে চাইলেন, তৃণমূলের আমলে সমস্ত জায়গাতেই দলীয়তন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে। আর সেই কারণেই শাসক দলকে খুশি রাখতে রাজ্যের বর্তমান মুখ্য সচিব পঞ্চায়েত ভোটের চক্রান্ত করেছেন বলে চমকে দেওয়া তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!