এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধুপগুড়ির জয়ের পরেও হিংসা দেখছে তৃনমূল! অভিষেকের ট্যুইটে অস্বস্তি মমতার!

ধুপগুড়ির জয়ের পরেও হিংসা দেখছে তৃনমূল! অভিষেকের ট্যুইটে অস্বস্তি মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শেষমেষ জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে থাকা আসন এবার চলে গেল তৃণমূলের দখলে। তবে আশ্চর্যজনকভাবে জয়ের পরে ট্যুইট বার্তায় অভিনন্দন জানাতে গিয়ে “হিংসার বিরুদ্ধে উন্নয়নের জয়” বলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা দেখে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন, কোথা থেকে এই হিংসা চোখে পড়লো অভিষেকবাবুর?

প্রসঙ্গত, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির কাছ থেকে এবার ধুপগুড়ি আসন নিজেদের দখলে আনতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই টুইট বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “হিংসার বিরুদ্ধে উন্নয়নের জয়।” অনেকে প্রশ্ন করছেন, কেন এখানে হিংসা শব্দটি ব্যবহার করলেন অভিষেকবাবু? তাহলে কি তারা এই নির্বাচনে হিংসা হয়েছে বলে বোঝাতে চাইলেন! কিন্তু ধুপগুড়ির মানুষের পক্ষ থেকে তো একবারও নির্বাচনের দিন এমন কোনো অভিযোগ তোলা হয়নি। এমনকি যে বিরোধীরা পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় হিংসা হয় বলে অভিযোগ করে, তারাও তো কোনো অভিযোগ করেনি। তারপরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলছেন?

একাংশ বলছেন, কথায় আছে, যে যত নত, সে তত বেশি উন্নত। কিন্তু তৃণমূল কাজে বারবার উল্টোটা করে। মানুষ এবার তাদের জিতিয়ে দিয়েছে‌। আর তারপরে আরও বেশি উগ্র হয়ে হিংসার বিরুদ্ধে উন্নয়নের জয় বলে বিজেপিকে আক্রমণ করার খেলায় নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে রাজ্যের ক্ষমতায় তো তৃণমূল কংগ্রেস রয়েছে। বারবার তো তৃণমূলের বিরুদ্ধেই হিংসার অভিযোগ তোলে বিরোধীরা। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ট্যুইট করে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দিলেন না! চাপে ফেলে দিলেন না নিজের নেত্রী এবং পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে!

পর্যবেক্ষকদের মতে, এটা একপ্রকার নিশ্চিত যে, অভিষেক বাবু “হিংসা” বলতে বিজেপিকেই আক্রমণ করেছেন। কিন্তু এবার নির্বাচনে বিজেপি কোথায় হিংসার আশ্রয় নিয়েছে, তার সঙ্গে সত্যিই অভিষেকবাবুর কথার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে দেখতে গেলে তৃণমূলই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নির্বাচনে সন্ত্রাসের আশ্রয় নেয় বলে অভিযোগ। কি হয়েছে সদ্য সমাপ্ত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে! জেলায় জেলায় হিংসা, মানুষ খুন, বিরোধীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মত ঘটনার নজির তো কম নেই। ফলে উপনির্বাচনের তৃণমূল জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করে হিংসার অভিযোগ বাস্তবের সঙ্গে বেমানান বলেই দাবি পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!