এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধুপগুড়ির জয়ে কৃতিত্ব নেই তৃনমূল কর্মীদের? মমতার কথায় বড়সড় আঘাত! টালমাটাল ঘাসফুল!

ধুপগুড়ির জয়ে কৃতিত্ব নেই তৃনমূল কর্মীদের? মমতার কথায় বড়সড় আঘাত! টালমাটাল ঘাসফুল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ধুপগুড়ি আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে সেই আসনটি তৃণমূলের দখলে নিয়ে আসতে সবথেকে বেশি যারা পরিশ্রম করেছেন, তারা হলেন তৃণমূল কর্মীরা। কিন্তু এবার সেই ফলাফলের আনন্দে কি তৃণমূল কর্মীদের অবদানই ভুলে গেলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ধুপগুড়ি জয়ের পর দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধুপগুড়ির জয় ইন্ডিয়া জোটের জয়। কিন্তু যে ইন্ডিয়া জোটে বাংলায় তৃণমূলের প্রবল বিরোধী কংগ্রেস, সিপিএম রয়েছে, ধুপগুড়ি জয় কেন সেই ইন্ডিয়া জোটকে উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে তৃণমূল কর্মীরা সব থেকে বেশি মাঠে ময়দানে পড়ে থেকে পরিশ্রম করেছেন, সর্বভারতীয় রাজনীতিতে নিজে ভালো থাকার জন্য কি সেই তৃণমূল কর্মীদের ভুলে গেলেন তৃণমূল নেত্রী! তা নিয়ে দলের মধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত, ধুপগুড়ি উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় চার হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তবে বিজেপির দখলে থাকা এই আসনকে নিজেদের দখলে আনতে কম পরিশ্রম করতে হয়নি তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের। মাঠে ময়দানে পড়েছিলেন সকলে। ফলে সেই জয়ের পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করবেন, এমনটাই আশা ছিল। কিন্তু তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে কোথাও যেন বুঝিয়ে দিলেন, এই জয় ইন্ডিয়া জোটের জয়। কিন্তু কেন তিনি এমনটা করলেন? এতে যে তার দলের কর্মীরা আঘাত পেতে পারে, তা কি একবারের জন্যও ভাবলেন না মমতা বন্দ্যোপাধ্যায়!

একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে সর্বভারতীয় রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতার বাড়াতে চেয়েছেন। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটে নিজের প্রভাব যাতে বৃদ্ধি পায়, তার জন্য ধুপগুড়ির এই জয় সেই ইন্ডিয়া জোটকে উৎসর্গ করেছেন তিনি। তবে তৃণমূল নেত্রী হয়তো বা ভুলে গিয়েছেন, বাংলায় তার প্রবল বিরোধী কংগ্রেস এবং সিপিএম ধুপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধেই লড়াই দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ধুপগুড়িতে যে সমস্ত তৃণমূল কর্মীরা মাঠে ময়দানে রাতকে এক করে নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করেছেন, তাদের ভাবাবেগে যথেষ্ট আঘাত দেবে। অন্তত তেমনটাই বলছেন বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, বৃহত্তর জোট রাজনীতির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হয়তো তার সর্বভারতীয় প্রেক্ষাপটকে চাঙ্গা করে তুলবে। কিন্তু এভাবেই চলতে থাকলে বাংলার তৃণমূল কর্মীরা সরে যাবেন না তো! এর আগে বাংলায় যে কোনো নির্বাচনে জয়ের পর তৃণমূল কর্মীদের সেই জয় উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তার কথায় বারবার উঠে এসেছে, ইন্ডিয়া জোটের কথা। ফলে ধুপগুড়িতে যাদের বিরুদ্ধে লড়তে হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে জয় উৎসর্গ করে সেই বিরোধী বাম এবং কংগ্রেসকেই পরোক্ষে যেভাবে অভিনন্দন জানালেন, তা কিন্তু তৃণমূল কর্মীদের মনবলে যথেষ্ট আঘাত করলো। ফলে নেত্রীর মন্তব্যে আঘাত পেয়ে রীতিমতো টালমাটাল হওয়ার মুখে ঘাসফুল শিবির। দিনের শেষে অন্তত তেমনটাই বলছেন সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!