এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে জোর ধাক্কা, বিজেপির প্রশংসা হেভিওয়েট তৃনমূল নেতার! চরম আফশোস ঘাসফুলে!

মমতাকে জোর ধাক্কা, বিজেপির প্রশংসা হেভিওয়েট তৃনমূল নেতার! চরম আফশোস ঘাসফুলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপিকে নাস্তানাবুদ করতে প্রতি সময় তিনি এবং তার সরকার চেষ্টা করছে। কিন্তু এই পরিস্থিতিতে নেত্রীর বিপক্ষে হেঁটে বিজেপি খুব ভালো দল বলে মন্তব্য করে বসলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। অনুব্রত মণ্ডল যখন জেলে, তখন কাজল শেখের ওপর বীরভূম জেলার দায়িত্ব দিয়ে তার চোখ দিয়েই বীরভূমের সংগঠন দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেছিলেন একাংশ। তবে সেই কাজলবাবুর মুখ থেকে বিজেপির প্রশংসা শুনে রীতিমতো আফসোস করতে শুরু করেছে তৃণমূলের একাংশ। অনেকেই কটাক্ষ করে বলছেন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ! যেখানে দলের সকলকে বিজেপির বিরুদ্ধে লড়তে বলছেন নেত্রী, যেখানে সভাধিপতি নিজেই বিজেপির প্রশংসা করছেন!

প্রসঙ্গত, এদিন একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে “ভালো দল” বলে অভিহিত করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, “বিজেপি করুন, বিজেপি ভালো দল। কিন্তু আরএসএস করবেন না।” তবে যে বিজেপিকে সম্প্রদায়িক দল সহ একাধিক শব্দে আক্রমণ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তার দলের নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। বীরভূম জেলার তৃণমূল কর্মীরা কাজলবাবুর মন্তব্য দেখে রীতিমতো হতবাক। অনেকেই প্রশ্ন করছেন, কোনো কর্মীকে বিজেপি নেতার সঙ্গে সৌজন্য করতে দেখলেই নেতারা তাদেরকে কথা শোনান। সেখানে জেলার শীর্ষ নেতা সেই বিজেপিকে প্রকাশ্যে ভালো দল বলে কি দলেরই ক্ষতি করলেন না?

বিরোধীদের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান এবং বামদিকে এমন অনেকে রয়েছেন, যারা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। লোকসভা নির্বাচনের বাদ্যি বাজার সাথে সাথেই তৃণমূল দল ভাঙতে শুরু করবে। কাজল শেখের এদিনের মন্তব্য তার একটা নমুনা মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিন, তিনি কাদের সঙ্গে ঘর করছেন! যাদের দিয়ে তিনি বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন, তারাই বিজেপিকে ভালো দল বলে সম্বোধিত করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ভুল বলে প্রমাণিত করছেন তার দলের নেতারাই। যা তৃণমূল নেত্রীর কাছে যথেষ্ট অস্বস্তির বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের চোখ দিয়েই দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি গরু পাচার কাণ্ডে জেলে যাওয়ার সাথে সাথেই এই বীরভূম জেলায় সংগঠনকে নতুন করে সাজানোর চিন্তা করেছেন তৃণমূল নেত্রী। যেখানে সভাধিপতি হিসেবে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সেই কাজল শেখের মুখে বিজেপি ভালো দল মন্তব্য শুনে এখন রীতিমতো আফসোস করতে শুরু করেছে ঘাসফুল শিবির। অন্যদিকে তৃণমূল নেতার এই মন্তব্যে বাড়তি মাইলেজ পাচ্ছে পদ্ম শিবির বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!