এখন পড়ছেন
হোম > রাজনীতি > হাইভোল্টেজ নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল? জেনে নিন, সেইসঙ্গে জেনে নিন দ্বিতীয় দফার ভোটদানের হার

হাইভোল্টেজ নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল? জেনে নিন, সেইসঙ্গে জেনে নিন দ্বিতীয় দফার ভোটদানের হার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রথম দফার নির্বাচনে উজাড় করে ভোট দিয়েছিলেন রাজ্যবাসী। গত ২৭ সে মার্চ ছিল প্রথম দফার নির্বাচন। প্রথম পর্যায়ে ৩০ টি আসনে ছিল ভোটগ্রহণ। ভোটদানের হার ছিলো ৮২ % এর কিছুটা বেশি। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে ভোটদানের হার প্রথম দফাকে ছাড়িয়ে গিয়েছে। আর নন্দীগ্রামে একেবারে উজাড় করে ভোট দিয়েছেন মানুষেরা। যেখানে ভোট পড়েছে ৮৮.০১%। সেইসঙ্গে রেকর্ড মাত্রায় ভোট পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।

গত বৃহস্পতিবার সম্পন্ন হল দ্বিতীয় দফার নির্বাচন। সেদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনার মোট ৩০ টি আসনে ভোটগ্রহণ ছিল। দ্বিতীয় দফায় চার জেলায় ভোটদানের হার ৮৬.১১ শতাংশ। সর্বাধিক ভোট পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। যেখানে ভোটদানের হার ৮৭.৪২ শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮৩.৮৪ শতাংশ। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮৬.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৮৬.১১ শতাংশ। সেদিন সর্বাধিক ভোট পড়েছে বাঁকুড়া জেলার কোতুলপুর কেন্দ্রে। ভোটদানের হার ছিল ৯০ শতাংশ। এবারের নির্বাচনে এখনো পর্যন্ত যা রেকর্ড। আর দ্বিতীয় স্থানে রয়েছে নন্দীগ্রাম।

নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। তাই সকলেরই দৃষ্টি ছিল হাইভোল্টেজ নন্দীগ্রামে। গত বৃহস্পতিবার ভোটের প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হাবেভাবে স্পষ্ট যে, নন্দীগ্রামে পরাজিত হচ্ছেন তিনি।

আবার, গতকাল ভোটের প্রচারে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন দু দফার ৬০ টি আসনের মধ্যে ৫০ টি আসনে জয়লাভ করবে বিজেপি। তবে, বিজেপির দাবিকে নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপি ফাঁকা আওয়াজ দিচ্ছে। নির্বাচনে জিতবে তৃণমূল। দুদফার এই বিপুল পরিমান ভোট কার ভাগ্যে গিয়েছে? তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ২ রা মে পর্যন্ত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!