আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন ও তার ছেলের বিরুদ্ধে রাজ্য February 12, 2018 উত্তরবঙ্গের কোচবিহার পুরসভায় আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাত জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরসভার তিন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের মধ্যে। জানা গেছে কোচবিহার পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুন্ডুর ছেলে শুভজিত কুন্ডু এই দুর্নীতির কাণ্ডের মূল অভিযুক্ত।তাদের দু জনকেই পুলিশ খুঁজছে।কোচবিহার পৌরসভার একাধিক প্রকল্পে উন্নয়নের কাজ না করেই প্রায় দু’কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুন্ডু এবং তার ছেলে শুভজিতবাবুর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কোচবিহার শহরের বাসিন্দা সম্রাট কুন্ডু একটি জনস্বার্থ মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে রবিবার গভীর রাতে সাত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আপনার মতামত জানান -