এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হায় রে পোড়া কপাল, যাত্রা শুরু হতেই বড় ধাক্কা খেলেন রাহুল গান্ধী ! সোচ্চার বিজেপি !

হায় রে পোড়া কপাল, যাত্রা শুরু হতেই বড় ধাক্কা খেলেন রাহুল গান্ধী ! সোচ্চার বিজেপি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গোটা দেশ যখন শীতে কাবু হয়ে রয়েছে, তখন লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করেই আবার ভারত জোড়ো যাত্রাতে বেরিয়ে পড়েছেন রাহুল গান্ধী। বেছে বেছে নির্বাচনের আগে তার এই কর্মসূচি নিয়ে এমনিতেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে এবার দেশের আবহাওয়া এবং জলবায়ু নিয়ে এই কংগ্রেস নেতার যে কোনো ধারণা নেই, তা তুলে ধরে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলা বাহুল্য, বর্তমানে গোটা দেশ এবং দেশের মানুষ মুখিয়ে আছেন, রাম মন্দির উদ্বোধনের বিষয়টি নিয়ে। সকলেই অপেক্ষা করছেন, কবে এই মন্দির উদ্বোধন হবে এবং সবাই ভগবানের ভজনা করবেন। কিন্তু সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই যাত্রা অত্যন্ত অবাঞ্ছিত বলেই মনে করছেন একাংশ। তাই এই পরিস্থিতিতে তাকে এমন ভাবে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, যার ফলে আরও চাপে পড়ে গেল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু কি এমন বলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি?

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সবাই এখন অযোধ্যার দিকে যাচ্ছে, তাই ওনারও সেটাই করা উচিত। এত কুয়াশা পড়েছে, উনি হাঁটতে পারছেন না। ওনার দেশের জলবায়ু, আবহাওয়া নিয়ে কোনো ধারণা নেই।” অনেকে বলছেন, এই শীতের ঠান্ডার মধ্যে রাহুল গান্ধী এই কর্মসূচি করে মানুষের সিমপ্যাথি পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ এই কংগ্রেসের প্রতি যেমন ভরসা রাখে না, ঠিক তেমনই রাহুল গান্ধীর এই কর্মসূচিকেও তারা ভালো চোখে দেখছেন না। কারণ এমন একটা সময় তিনি এই যাত্রা করছেন, যে সময় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। ভারতবাসীর দীর্ঘ প্রতীক্ষিত আশা পূর্ণ হওয়ার পথে। তাই সেই সময় রাজনৈতিক কর্মসূচি দেশের মানুষ কতটা গ্রহণ করবেন, সেটাই একটা লাখ টাকার প্রশ্ন। আর পাতি নেতা হিসেবে এই ধারণা রাখার মত সরল ক্ষমতা যে রাহুল গান্ধীর নেই, তা স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, দেশের উন্নতি চায় না কংগ্রেস। বিজেপিকে আটকাতে পারবে না জন্যই কংগ্রেস এখন আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করেছে। কিন্তু সেই জোট নিয়েও তৈরি হয়ে গিয়েছে যুদ্ধ। তাই এখন রাহুল গান্ধী মানুষের কাছাকাছি যাওয়ার জন্য ন্যায় যাত্রা করছেন। কিন্তু মানুষ এসবে বিশ্বাস করে না। তাই দ্রুত এই সমস্ত নাটক থেকে সরে আসা উচিত কংগ্রেস নেতার বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, রাজনীতি নিয়ে অনেক কম ধারনা রয়েছে রাহুল গান্ধীর। তাকে পাপ্পু বলে এমনি এমনি কটাক্ষ করে না বিজেপি নেতারা। কিন্তু দেশের আবহাওয়া নিয়ে তো একটা ধারণা থাকা উচিত। এমন একটা সময় তিনি এই যাত্রা করছেন, যেই সময় সকলে ঠান্ডায় কাঁপছে। দেশে একটা বড় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। কোথায় এই সময় সরকারের পাশে থাকবেন, কিন্তু তা না করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে তিনি যাত্রা করতে বেরিয়েছেন। তাই মানুষ এসব চালাকি খুব ভালো মতোই বুঝতে পারছেন। যার জেরে কংগ্রেস নেতার এই যাত্রা সুপার ফ্লপ হতে চলেছে। দিলীপ ঘোষের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!