এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুলিশের মধ্যে নিজের ‘চর’, ‘দলবদলু’ নেতার কল্যানে সিম বদল, রহস্য বাড়াচ্ছেন ভারতী

পুলিশের মধ্যে নিজের ‘চর’, ‘দলবদলু’ নেতার কল্যানে সিম বদল, রহস্য বাড়াচ্ছেন ভারতী


বর্তমানে বাংলার সবথেকে বড় রহস্যের নাম ভারতী ঘোষ। ইতিমধ্যেই ঘাটাল মহকুমা আদালতে তাঁর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে, আর সেই মামলা সূত্রেই প্রাক্তন আইপিএসকে নিজেদের জালে তুলতে মরিয়া গোয়েন্দারা। কিন্তু কোথায় ভারতী ঘোষ? গ্রেফতারি পরোয়ানা নিয়ে হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, দিল্লি সহ মোট ছটি তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা, কিন্তু নিজের ‘গোপন আস্তানা’ থেকে একের পর এক অডিও বার্তা ‘ছাড়লেও’ তাঁর ‘টিকিটিরও’ দেখা পাচ্ছেন না রাজ্যের দুঁদে গোয়েন্দারা। কিন্তু বর্তমানে মোবাইলের টাওয়ার বা ইন্টারনেটের সূত্র ধরে তো কারোর অবস্থান বের করা এটি সহজ।

তদন্তকারী দলের এক সদস্যের কথায় (অসমর্থিত সূত্র), মূলত দুটি কারণে ভারতী দেবী ধরা ছোঁয়ার বাইরে থাকছেন। প্রথমত, পুলিশ সুপারের চাকরি থেকে ইস্তফা দিলেও পুলিশের অন্দরে এখনও ভারতীদেবীর ‘সোর্স’ যথেষ্ট শক্তিশালী, ফলে পুলিশের অন্দরের বহু ‘খবর’ তিনি গোপন আস্তানায় বসেই পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, নিজের অবস্থানের গোপনীয়তা রক্ষায় নিজের নামে নয় অন্যের নামে সিম ও হ্যান্ডসেট কিনে ঘণ্টায় ঘণ্টা তা বদলে ফেলছেন ভারতীদেবী এবং দিল্লির ‘দলবদলু’ এক নেতার দৌলতেই বিভিন্ন রাজনৈতিক নেতার নামে কেনা হয়েছে সংশ্লিষ্ট সিম ও হ্যান্ডসেটগুলি। আর তাই এখন পুলিশের মধ্যে থেকে কে বা করা তাঁকে ‘সাহায্য’ করছেন, ‘দলবদলু’ ওই নেতা কিভাবে-কতখানি জড়িত তাও খুঁটিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে ভারতী ঘোষকে নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!