এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের গড়েই শুভেন্দুকে কোণঠাসা করতে এবার আসরে সরাসরি অভিষেক, দিলেন রদবদলের মাস্টারস্ট্রোক!

নিজের গড়েই শুভেন্দুকে কোণঠাসা করতে এবার আসরে সরাসরি অভিষেক, দিলেন রদবদলের মাস্টারস্ট্রোক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুর শুধু নয়, গোটা রাজ্যে তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন। যেখানে তোলাবাজ ভাইপো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। আর এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে যুব সংগঠনের মাটিকে শক্ত করতে এবং কাঁটা দিয়ে কাঁটা তুলতে সেই জেলার যুব সংগঠনের ব্যাপক রদবদল আনলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শনিবার রাতে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃনমূলের সভাপতি পার্থসারথি মাইতিকে সরিয়ে তার জায়গায় আনা হল সুপ্রকাশ গিরিকে। বস্তুত, এই সুপ্রকাশ গিরি রাজ্য যুব তৃনমূলের সহ-সভাপতি পদে ছিলেন। কিন্তু তাকে সেই জায়গা থেকে সরিয়ে জেলা যুব তৃনমূলের সভাপতি করা হয়েছে। অন্যদিকে পার্থসারথি মাইতিকে জেলার সংগঠন থেকে সরিয়ে রাজ্যের সহ-সভাপতি করা হল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পেছনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ব্যাপার রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, এই সুপ্রকাশ গিরি অধিকারী পরিবারের অত্যন্ত বিরোধী বলে পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরির পুত্র। এতদিন তাকে রাজ্যের সংগঠনে রাখলেও, এবার তাকে জেলার সংগঠনে নিয়ে এসে সভাপতি করে রীতিমত শুভেন্দু অধিকারীকেই কুপোকাত করার পরিকল্পনা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি করছেন একাংশ। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তার ভাই সৌমেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

এই পরিস্থিতিতে অধিকারী পরিবারকে নিয়ে ক্রমশ চাপ বাড়ছে তৃনমূলের। অধিকারী পরিবারের তৃণমূলে থাকা গুরুত্বপূর্ণ সদস্যরাও ঘাসফুল শিবির ত্যাগ করবেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে নিজের সংগঠনের ঘুটি সাজাতে এবং অধিকারী পরিবারকে চাপে রাখতে নিজের মত করে সংগঠন সাজাতে শুরু করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, সুপ্রকাশ গিরির বাবা অখিল গিরির সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক খুব একটা ভালো নয়। অন্যদিকে পার্থসারথি মাইতির বাবা চিত্র মাইতিও অধিকারী পরিবারের অত্যন্ত বিরোধী বলে পরিচিত। ফলে এই দুই যুবনেতাকে রাজ্য এবং জেলায় গুরুত্বপূর্ণ মুখ করে এবার শুভেন্দু অধিকারী বা তার পরিবারকেই কাবু করার কৌশল মিলে সর্বভারতীয় যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের ভাঙন ধরাবেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এমনকি তিনি নিজের মন্তব্যের মধ্যে দিয়েও তৃণমূলকে হুশিয়ারি দিতে ছাড়েননি। তাই এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে যাতে কাবু করা যায়, তার জন্য তার বিরোধী গোষ্ঠীর নেতাদের মুখ করে রীতিমত তাকে চাপে রাখার কৌশল নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এমত পরিস্থিতিতে সুপ্রকাশ গিরিকে পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃনমূলের সভাপতি করে এবং পার্থসারথি মাইতিকে রাজ্যে জায়গা দিয়ে শুভেন্দু অধিকারীকে কতটা চাপে রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!