এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে তৃণমূলের ভোটে ৮০% জল, সুস্থ নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না: বিজেপি নেতা

রাজ্যে তৃণমূলের ভোটে ৮০% জল, সুস্থ নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না: বিজেপি নেতা

রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়াতে ও আগামী পঞ্চায়েত নির্বাচন ‘সুষ্ঠু ভাবে’ করতে পূর্ব বর্ধমানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমন করলেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই সফরে বিভিন্ন সভা থেকে জয়বাবু যা বলেন তার সারমর্ম –

১. অনেক অসাধু গোয়ালা দুধে জল মেশায় অতিরিক্ত লাভের আশায়
২. তৃণমূল সেই পথে হেঁটে জলের মধ্যে দুধ মেশাচ্ছে
৩. রাজ্যে তৃণমূল কংগ্রেস যে ভোট পাছে তার শতকরা ৮০ ভাগ জল
৪. বাকিটা ২০ শতাংশ হচ্ছে দুধ
৫. সুস্থ নির্বাচন হলে তৃণমূলকে আর খুজে পাওয়া যাবে না
৬. গত ৪০ বছরে পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন সুস্থ মতো হয়নি
৭. সব ক্ষেত্রেই রক্ত ঝড়েছে
৮. বিজেপি শাসিত কোনো রাজ্যে কিন্তু এমন হয় না
৯. ‘জয় শ্রী রাম’ বললে ভূত পালিয়ে যায়
১০. এই রামের নাম করেই আমরা তৃণমূলের দূর্নীতি, সন্ত্রাসবাদ এবং চোর-ডাকাতকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!