জলসায় গুলিতে মৃত তৃণমূলকর্মী রাজ্য February 12, 2018 নদীয়ার চাকদা থানার কেবিএম এলাকায় এদিন এক গানের জলসায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শান্তনু শীল নামের এক ব্যাক্তি। চাকদা টাউনের তৃণমূল যুব সভাপতি সাধন বিশ্বাসের দাবি শান্তনুবাবু তাদের দলীয় কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে যে কেবিএমের পূর্বাচল গার্লস হাইস্কুলের সামনে একটি জলসা হয় সেখানে মঞ্চে ছিলেন শান্তনুবাবু। হঠাৎ তাঁর বকে গুলি লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গেছে প্রয়াত শান্তনুবাবু একটি ক্লাবের সেক্রেটারি ছিলেন।আর চাকদা -এর রেলবাজারে তার মোবাইল সারানোর দোকান রয়েছে।এই নিয়ে তৃণমূল যুব সভাপতি সাধন বিশ্বাস বলেন যে কালু রায় নামের এক দুষ্কৃতী গুলি করেছে শান্তনুবাবুকে। কিন্তু কি কারণে গুলি চালানো হলো তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কালু। ঘটনাটির তদন্ত চলছে। আপনার মতামত জানান -