এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাংসদের প্রচারে নেই এলাকার প্রার্থীই, ব্যাপক অস্বস্তি তৃণমূলে

সাংসদের প্রচারে নেই এলাকার প্রার্থীই, ব্যাপক অস্বস্তি তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। বরাবরই নির্বাচনী প্রচারের অন্যতম ট্রেন্ড হচ্ছে প্রার্থীদের হয়ে তারকাদের প্রচার করা। যেমন, বিজেপি প্রার্থীদের হয়ে মিঠুন চক্রবর্তী প্রচার চালাচ্ছেন। অবশ্য বিজেপি প্রার্থী তালিকাতেও বহু তারকা স্থান পেয়েছেন। অন্যদিকে তৃণমূলও পিছিয়ে নেই। তাঁদেরও প্রার্থী তালিকায় তারকার সংখ্যা ভালোই। কিন্তু গোল বেধেছে অন্যত্র। তারকা সাংসদ নুসরত জাহান প্রচার করতে বের হলেও তার সাথে প্রার্থীকে পাওয়া গেলোনা। আর তাই নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আখ্যা দেওয়া হয়েছে।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান হেলিকপ্টারে করে আসেন পান্ডুয়ায় প্রচারের স্বার্থে। সেখান থেকে তিনি রোড শোতে অংশ নেন। কিন্তু নুসরত জাহানের রোড শোতেও সেরকম ভিড় দেখা যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেই সময় পেরিয়ে যাওয়ায় নুসরত জাহান প্রচার গাড়ি থেকে নেমে পড়েছিলেন।

 নুসরত জাহান যার প্রচার করতে এসেছিলেন পান্ডুয়াতে তিনি হলেন তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। সাংসদ প্রচার চালালেও প্রার্থীকে কিন্তু তাঁর সাথে দেখা যায়নি। সূত্রের খবর, নুসরত জাহানকে জানানো হয়নি প্রার্থীর অনুপস্থিতির কারণ। অন্যদিকে তৃণমূল সূত্রে জানা গেছে, রত্না দে নাগ অত্যন্ত অসুস্থ। তিনি প্রার্থী হয়েও হতে চাননি এবার, কিন্তু তবুও তাঁকে দল প্রার্থী করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নুসরতের প্রচারে দেখা যায়নি তৃণমূলের 2016 এর এই কেন্দ্রের প্রার্থী রহিম নবিকেও। 2016 সালে সিপিএমের কাছে পরাজিত হয়েছিলেন রহিম। আর সে কারণেই তাঁকে এবার প্রার্থী টিকিট দেওয়া হয়নি। কিন্তু তাতে রহিমের ক্ষোভ প্রকাশ পেয়েছে দলের প্রতি। পান্ডুয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ শর্মা এই ঘটনা প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন। তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যেমন মুখর হয়েছেন, সেরকমই রত্না দে নাগের অনুপস্থিতি নিয়ে জানিয়েছেন প্রার্থী অসুস্থ বলে তিনি বিশ্রাম নিচ্ছেন হাঁটতে পারেন না। তিনি একইসাথে তৃণমূল যে হারতে চলেছে এবার সে কথাও জানান।

যদিও গেরুয়া শিবিরের দাবিকে নস্যাৎ করে তৃণমূলের পান্ডুয়ার ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এবারের লড়াইতে বিজেপি থাকবে তৃতীয় স্থানে। লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিএমের। আর সেই লড়াইয়ে তৃণমূল জিতবে বড় ব্যবধানে। পাশাপাশি নুসরত জাহানের রোড শোতে না যাওয়ার কারণ হিসেবে দলের পক্ষ থেকে জানা যায়, প্রার্থী অন্য জায়গায় প্রচারে ছিলেন।

তাই তারকা সাংসদের সাথে প্রচারে যেতে পারেননি। যদিও এই ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের অন্দরেও এই নিয়ে চলছে গুঞ্জন। এই ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত পান্ডুয়ার প্রার্থী রত্না দে নাগের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এই ঘটনাটি যে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেলল তা এককথা বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!