এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাবরি মসজিদ মামলায় নতুন রায়ে কি বলছেন আদবানি থেকে বাকিরা ? জানুন বিস্তারিত

বাবরি মসজিদ মামলায় নতুন রায়ে কি বলছেন আদবানি থেকে বাকিরা ? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বছরের শুরু থেকেই নানা কারণে উত্তরপ্রদেশ খবরের শিরোনামে উঠে এসেছে। তবে যে কারণে উত্তরপ্রদেশের নাম বারবার সামনে এসেছে, তা হল বাবরি মসজিদ আর রাম মন্দির প্রসঙ্গে। এই বছর সেই বিতর্কিত মন্তব্যে শীর্ষ আদালত রায় জানিয়েছে। যাতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ খুশির জোয়ার এনে দিয়েছিল হিন্দুদের মধ্যে। সেই সঙ্গে ইতিমধ্যেই তার ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেছে। তবে ১৯৯২ সালে ধ্বংস হওয়া বাবরি মসজিদের মামলার নিষ্পত্তি ঘটেছে আজ।

বাবরি মসজিদ মামলায় অভিযোগ ছিল বাবরি মসজিদ ধ্বংস করতে প্ররোচনা দিয়েছিলেন বিজেপি নেতা আডবাণী, যোশী, উমা ভারতী-সহ অন্যরা। আর তাই বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে ৪৯ জন অভিযুক্ত ছিলেন, তার মধ্যে বর্তমানে জীবিত ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। আর আজ বেকসুর খালাস পেয়েছেন সেই ৩২ জন অভিযুক্ত। আর তাই রায় শোনার পরই ‘জয় শ্রী রাম’ বলে উঠতে দেখা গেছে লালকৃষ্ণ আদবানীকে। এদিন রায়ের পর তিনি বলেন, আজকের এই রায় সুপ্রিম কোর্টের রায়ের পথেই আরও এক ধাপ এগিয়ে দিল সকলকে। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের রায়ের পরই দীর্ঘদিনের তাঁর রাম মন্দির দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে শেষপর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, করোনা পরিস্থিতিতে রায় ঘোষণা শুনেছেন ভার্চুয়াল প্রক্রিয়াতেই। ১০ মিনিটের রায়ে তাই এত দিনের সমস্ত সমস্যা ধুয়ে মুছে গেছে। তবে আদালতে উপস্থিত ছিলেন ৩২ জনের মধ্যে ২৬ জন। এদিন আদালতের বিচারপতি বলেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পরিকল্পিত ছিল না। এই মামলায় তাই প্রত্যেকেই বেকসুর খালাস। তবে তথ্য প্রমাণের অপ্রতুলতার কারণেই এই সিদ্ধান্ত বলেও মনে করেছেন বিরোধী মহল। তবে এই রায়ে মুক্তি পেলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী ও উমা ভারতী সহ ৩২ জন অভিযুক্ত।

এদিন, এই রায়কে স্বাগত জানিয়েছেন আডবাণী বলেন লক্ষ লক্ষ ভারতবাসীর সঙ্গে তিনিও এখন শুধু রাম মন্দির সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করবেন। অন্যদিকে, আদবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। এদিন তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান জে পি নাড্ডা। অন্যদিকে, রায়ের পরেই কোর্ট জুড়ে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। তবে এদিন করোনা আক্রান্ত হওয়ার জন্য উমা ভারতী ও কল্যান সিং আসতে পারেননি। সেই সঙ্গে করোনা থেকে সদ্য সেরে ওঠার জন্য নৃত্য গোপাল দাসকেও দেখা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!