এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুরাপ্রেমীদের জন্য মমতা সরকার পুজোর আগেই দিতে চলেছে বড়সড় সুখবর! জেনে নিন বিস্তারিত ভাবে

সুরাপ্রেমীদের জন্য মমতা সরকার পুজোর আগেই দিতে চলেছে বড়সড় সুখবর! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনে মানুষের মধ্যে মদ্যপানের চাহিদা বেড়েছিল অনেকটাই। সেই চাহিদাকে মাথায় রেখে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার নিয়েছিল কর বাড়ানোর পদক্ষেপ। আর তাই মদ বিক্রিতে চাপানো হয়েছিল বেশ বড় রকমের ট্যাক্সের অঙ্ক। অনেক মানুষই মনে করছিলেন যে এতে হয়ত সরকারের অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে লকডাউনেও বেশি টাকা দিয়েও মদ খাবার প্রবণতা দেখা গিয়েছিল। তবে এবার তাদের জন্য এসে গেছে নতুন সুখবর। কারণ মদ বিক্রিতে নতুন খবর দিতে দেখা গেছে রাজ্য সরকারকে।

কিছুদিন আগে, একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, অতিরিক্ত শুল্ক যে মাসে চাপানো হয়েছিল তার থেকে আগের মাসগুলিতে মদ বিক্রির সংখ্যা অনেকটাই বেশি। সুতরাং অতিরিক্ত শুল্কের কারণেই হয়তো বর্তমানে মদ ব্যবসায় মন্দা সৃষ্টি হয়েছে। দেখা গিয়েছিল মদ বিক্রিতে পূর্বের দামের ওপর ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল রাজ্য সরকার। যাতে কিনা মদ বিক্রি গড়ে ৩৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। তাই এবার আগের থেকে দাম কমিয়ে বিক্রি বাড়িয়ে রাজকোষের ঘাটতি মেটানোর পথে হাঁটতে চলেছে রাজ্য আবগারি দফতর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মদের বিক্রয় কর তুলে দিয়ে আবগারি শুল্ক বসানোর পরিকল্পনা করা হয়েছে। আর এতে করের পরিমাণ খানিকটা বাড়বে বলেই মনে করছেন অনেকে। কিন্তু আপাতত রাজস্ব বাড়াবার জন্য বিয়ার ও দেশি মদের দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। দেখা গেছে, ২০১৯ সালে সারা বছরে যেখানে রাজ্য ৮০ লক্ষ কেসের বেশি বিয়ার বিক্রি হয়েছিল, সেখানে এবছর করোনার জন্য এর তিনভাগের একভাগ বিয়ার বিক্রি হয়েছে। তাই পড়ে থাকা বাকি বছরের মধ্যে বিক্রি বাড়িয়ে রাজস্ব ঘাটতি মেটাতেই এই দাম কমানোর সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকে।

সেই সঙ্গে, করোনার পর যেখানে নতুন দাম হয়েছিল, তাতে এক বোতল স্ট্রং বিযারের দাম পড়ছিল প্রায় ১৭০-১৮০ টাকা। সেইসঙ্গে লাইট বিয়ারের দাম ছিল ১৫০-১৬৫ টাকার মধ্যে। এই প্রায় ৩০ টাকা কমছে। নতুন ঘোষণাতে সেই দাম কমে স্ট্রং বিয়ারের ক্ষেত্রে হয়েছে প্রায় ১৪০ টাকা ও লাইট বিয়ারের ক্ষেত্রে হয়েছে ১২৫ টাকা। ফলে দেখা গেছে, এই নতুন দাম আগের চেয়ে ৫-১০ টাকা বেশি মাত্র। তাই মনে করা হচ্ছে মানুষের খুব একটা সমস্যা হবে না এটা দিতে। ফলে সেইসঙ্গে দেশি মদের দামও পুজোর আগে বোতল প্রতি ১২-১৪ টাকা কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে।তবে সেই সঙ্গে বিলাতি মদের দামও কমতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তা ১৮০ ও ৩৫০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলেও জানা গেছে। উল্টে ৭৫০ মিলিলিটারের বড় বোতলের ক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু জানা গেছে। আগামীকাল থেকে এই নিয়ম রাজ্যে চালু করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!