এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সামনে এল অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার রিপোর্ট, তাঁর বাড়ি ঘিরে নতুন ব্যবস্থা প্রশাসনের

সামনে এল অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার রিপোর্ট, তাঁর বাড়ি ঘিরে নতুন ব্যবস্থা প্রশাসনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা আক্রান্তের হার যেমন বেড়ে চলেছে, তেমনই মৃত্যুর হারও দিন দিন বেড়ে চলেছে। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের ছবিও যে বিশেষ কিছু অন্যরকম, তা নয়। করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রায় প্রতিদিন, তাতে সাধারণ মানুষের মনে আতঙ্ক চতুর্গুণ হয়ে বেড়ে যাচ্ছে। উপরন্তু এবার যেভাবে রাজনৈতিক কর্তাব্যক্তিরা করোনা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন বলে মনে করা হচ্ছে। বাংলার দক্ষিণ থেকে উত্তর- করোনা বিস্তার লাভ করছে সমস্ত জায়গায়।

সম্প্রতি উত্তরবঙ্গের পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যদিও সাথে সাথেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে। একটি নার্সিংহোমে রেখে এই মুহুর্তে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে অশোক ভট্টাচার্যের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। সম্প্রতি অশোক ভট্টাচার্যের সোয়াব টেস্ট করা হয়। প্রাথমিক পর্যায়ে তাঁর করোনা ধরা না পড়লেও টেস্টের দ্বিতীয় পর্যায়ে তাঁর করোনা ধরা পড়ে বলে জানা গেছে।

অশোকবাবুর করোনা আক্রান্তের খবরে ইতিমধ‍্যে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, তাঁর বাসস্হান এলাকাটি কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে এবং সেখানে স‍্যানিটাইজেশন চলছে। এদিকে শিলিগুড়ি পৌরভবনেও স‍্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে বলে খবর। শুধু তাই নয়, অশোক ভট্টাচার্য একজন সিপিএম নেতা এবং তিনি দার্জিলিংয়ের হিলকার্ট রোডে তাঁদের দলীয় অফিসে কাজের সূত্রে যেতেন। অশোক ভট্টাচার্যের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে সেখানেও চিন্তার ছায়া পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের দলীয় অফিস বন্ধ করে স্যানিটেশন করা হবে। উপরন্তু অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়ে যাঁদের সংস্পর্শে এসেছেন বা যেসব পৌরকর্মী বা দলীয় নেতা্র সাথে কাজ করেছেন, তাঁরা নিজেরাই নিজেদেরকে গৃহবন্ধি করে নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইতিমধ্যেই কলকাতার আলিমুদ্দিনে আশোক ভট্টাচার্যের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।

যে নার্সিংহোমে অশোক ভট্টাচার্য আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন তার সামনে ভিড় করেছে বহু দলীয় কর্মী-সমর্থকরা বলে খবর। অন্যদিকে সবার চিন্তা অন্য জায়গায়। অশোকবাবুর শরীরে ইতিমধ্যেই বাসা বেঁধে রয়েছে ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের সমস্যা। তার ওপরে নতুন করে তিনি করোনা আক্রান্ত হওয়ায় আশঙ্কা এবং উদ্বেগ ছড়িয়েছে চরম। অন্যদিকে শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ রাজ্ন প্রশাসনের কপালে।

যেভাবে রাজনৈতিক কর্তাব্যক্তিরা আশংকা জাগিয়ে একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন, তা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মতে, রাজ্যের করোনা পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হচ্ছে। বিরোধী পক্ষ থেকে অবশ্য রাজ্য স্বাস্থ্য মহলের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত বর্তমানে রাজ্যের কাছে সবথেকে বড় সমস্যা করোনা পরিস্থিতি সামাল দেওয়া বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় আগামী দিনে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে চোখ থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!