এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সভার আগেই হামলা, তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সুকান্ত!

শুভেন্দুর সভার আগেই হামলা, তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ একদিকে যখন কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই ডায়মন্ডহারবারে সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তবে তার আগেই শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের লাইট হাউজের মাঠে বিজেপির সভাস্থলে হামলা চালানো হয় বলে অভিযোগ। যেখানে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে নিয়েই এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এই ঘটনা প্রমাণ করলো, ডায়মন্ডহারবারে গণতন্ত্র ভূলুণ্ঠিত। আমাদের মঞ্চে হামলা চালানো হয়েছে, চেয়ার, টেবিল ছুড়ে মারা হয়েছে। আমাদের কর্মীদের এখনও পর্যন্ত 200 লোক ঘিরে রেখেছে। পুলিশের কোনো পাত্তা নেই। হয়তো পুলিশ টেবিলের তলায় লুকিয়ে রয়েছে। তা না হলে গুলি খেয়ে হাসপাতালে ভর্তি আছে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!