এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘দিদির দুধেল গাই হারিয়ে গিয়েছে।চোর-বাটপার সব দিদির দলে।- মমতাকে বিস্ফোরক আক্রমণ অধীরের!

‘দিদির দুধেল গাই হারিয়ে গিয়েছে।চোর-বাটপার সব দিদির দলে।- মমতাকে বিস্ফোরক আক্রমণ অধীরের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রে যখন কৃষি আইনের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস, সেখানে রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দুই মুখোমুখি বিরোধী শিবির হিসেবে লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসকে তক্ষক বলে ভূষিত করেছেন, আর এবার তারই পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মালদার সভামঞ্চ থেকে।

সম্প্রতি তৃণমূল শিবিরের ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক মহলে, আর তাই নিয়ে সমালোচনা চলছে অহরহ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তৃণমূল শিবিরের ভাঙন নিয়ে এবার কটাক্ষ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেননা। তিনি এদিন রীতিমতো কটাক্ষ করে বলেন, ‘দিদির দুধেল গাই হারিয়ে গিয়েছে। তাঁর দলের নেতারা পালিয়ে যাচ্ছেন। আর তিনি আমাদের গালমন্দ করছেন।’ সম্প্রতি মালদা জেলার কৃষি আইনের বিরোধিতায় সভা করেছিল প্রদেশ কংগ্রেস।

সেই সভাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রসঙ্গত, নতুন কৃষি আইনের প্রতিবাদে সারা দেশজুড়ে উঠেছে বিরোধিতার ঝড়। দিল্লির মাটিতে রীতিমতো হাল্লাবোল দেখা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানার কৃষকদের। পাশাপাশি বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কৃষকদের হয়ে ইতিমধ্যেই মুখ খুলতে দেখা গেছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বদের। নতুন কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জাতীয় কৃষি আইনের বিরুদ্ধে সভা করে এদিন প্রদেশ কংগ্রেস। এবং সেখানেই দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিজেপিকে যেরকম আক্রমণ করলেন, ঠিক সেরকমই রাজ্যজুড়ে বিজেপি হাওয়ার রমরমা হবার কারণে তৃণমুলকেই দুষলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ের কারণেই রাজ্যজুড়ে বিজেপি প্রভাব বিস্তার করেছে বলে দাবী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি গত পঞ্চায়েত ভোটের অবতারণা করেন।

তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, কংগ্রেসের বিরুদ্ধে তাঁদের প্ররোচিত করা হয়েছে। কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এমনকি মুর্শিদাবাদের প্রচারে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করবে। সে কথা বলে মুসলমানদের প্রভাবিত করা গিয়েছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়োসড়ো অ্যাটাক করলেন বলে দাবি রাজনৈতিক মহলের।

পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে চোর বাটপারের ভিড় বাড়ছে। এ কথার মাধ্যমে তিনি যে তৃণমূল শিবিরের দুর্নীতির দিকে অঙ্গুলিহেলন করলেন, সে কথা না বললেও বোঝা যায়। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে প্রদেশ কংগ্রেস তৃণমূল ও বিজেপির তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে রাজনীতির ময়দানে। সেক্ষেত্রে অধীর চৌধুরী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাজনীতির মঞ্চে মুখ্য হয়ে ওঠার পদক্ষেপ গ্রহণ করলেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!